সোমবার সন্ধ্যায় বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার গুলশানস্থ বাসভবনে সাক্ষাৎ করেছেন। সেখানে তারা ঘণ্টাখানেক অবস্থান করেন।
পদ্মাসেতু বিষয়েই তাদের আলাপ-আলোচনা হয়েছে বলে একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গুলাশানের হোটেল ওয়েস্টিনে সোমবার সকাল ১০টায় ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ প্যানেলের সঙ্গে দেখা করেন। সেখানে সোয়া একঘণ্টা অবস্থানকালে তিনি পদ্মাসেতু দুর্নীতিসহ নানা আইনি জটিলতার বিষয়ে কথা বলেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে।
উল্লেখ্য, পদ্মাসেতুর পরামর্শক প্রকল্পে দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণ করতে লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের শনিবার বিকেলে ঢাকা পৌঁছান। প্যানেলেন অন্য দুই সদস্য পৌঁছান ঐদিন রাতে।
ওকাম্পোর নেতৃত্বাধীন প্যানেলের অন্য দুই সদস্য হলেন- হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।
প্যানেল এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে পদ্মাসেতু দুর্নীতি তদন্তের অগ্রগতির বিষয়ে একাধিক বৈঠক করেছেন।