চার বছর বিরতির পর মাহিদুল ইসলামের ১০ম একক আবৃত্তি ‘নিরঞ্জনের পৃথিবী’ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। এই দিন সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় নাট্যশালায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। একই আয়োজনে প্রথম পর্বে মাহিদুল ইসলামের কণ্ঠে তিনটি নতুন আবৃত্তি অ্যালবামের প্রকাশনা উৎসবও অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, বিশেষ অতিথি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্ল্লাহ্। এবং বিশেষ অতিথি থাকবেন আবৃত্তিশিল্পী আশরাফুল আলম।
সালাহউদ্দীন আরও বলেন, অনুষ্ঠানের শুরুতে মোড়ক উন্মোচন করা হবে ‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু-কিশোরদের জন্য নির্বাচিত কবিতা, ‘ছাড়পত্র’ সুকান্ত ভট্টাচার্যের নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা এবং ‘নিরঞ্জনের পৃথিবী’ নির্বাচিত কবির দ্রোহ বিদ্রোহ ও সমাজ চেতনার কবিতা।
শিল্পী মাহিদুল ইসলাম ‘নিরঞ্জনের পৃথিবী’ আবৃত্তি আয়োজনে প্রথম পর্বে শিল্পী পূর্বের ১০টি একক আবৃত্তি অনুষ্ঠান বহির্ভূত ২৮টি কবিতা আবৃত্তি করবেন।