ফুলবাড়ির খনি এলাকায় ১৪৪ ধারা

ফুলবাড়ির খনি এলাকায় ১৪৪ ধারা

গতকাল শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ি কয়লাখনি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উন্মুক্ত কয়লাখনি করার বিষয়ে সমীক্ষা চালাতে সরকারের দেওয়া চিঠিকে কেন্দ্র করে ডাকা সমাবেশে প্রশাসন এ আদেশ জারি করে। গতকাল শুক্রবার বেলা তিনটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ রয়েছে।

সমীক্ষা চালানোর ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়ে এশিয়া অ্যানার্জিকে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই চিঠির প্রতিবাদে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আজ বেলা তিনটায় ফুলবাড়ির নিমতলা মোড়ে সমাবেশের ডাক দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।
ফুলবাড়ি থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বলেন, সরকারের নির্দেশ আছে। কোনো ক্রমেই খনিবিরোধী সমাবেশ করতে দেওয়া হবে না। এলাকায় পুলিশ, র‌্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ