পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর কমেছে। গত সপ্তাহে ডিভিডেন্ডের রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার দর ১৭.৭০ শতাংশ কমেছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠেছে এসেছে। এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দর ৪৭.৯০ টাকা।
গত ৭ নভেম্বর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। গত ১৫ নভেম্বর এ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ছিল।
সাধারণ বিনিয়োগকারীদের মতে, গত ১৫ নভেম্বর কোম্পানির ডিভিডেন্ড কারা পাবেন তা নির্ধারণ হয়ে গেছে। এখন যারা শেয়ার কিনবেন তারা আর ঘোষিত ডিভিডেন্ড পাবেন না। এ কারণে অনেকেই এ শেয়ারে বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলেছেন। পাশাপাশি বাজারে দরপতনের কারণে এ কোম্পানির শেয়ার দর আর বাড়তে পারেনি।
ইস্টার্ন হাউজিং ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ১০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৬৫ কোটি ২০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৫২ কোটি ৯২ লাখ ৭০ হাজার টাকা। এ শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা এবং ২০০ টিতে মার্কেট লট। কোম্পানির ৬ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৬৪০টি শেয়ারের মধ্যে ৪৮.৬৫ শতাংশ পরিচালনা পর্ষদ, ৭.৭৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৪৩.৫৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।