আহমেদাবাদের উইকেটকে নিজেদের মতো করে গড়ে নিতে কিউরেটরকে পরামর্শ দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এ ধরনের মন্তব্যকে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ ওয়াহ খেলার জন্য নেতিবাচক বলে সমালোচনা করেছেন। আর যদি কোনো দল সেরা হতে চায় তবে তাকে সব ধরনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয় জানালেন ওয়াহ।
ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদ টেস্ট জয়ের পর মোতেরার উইকেট নিয়ে কিছুটা অসন্তোষ ভাব প্রকাশ করে ধোনি বলেন, “আমরা চেয়েছিলাম কিউরেটররা এমনভাবে পিচ প্রস্তুত করবে যেন প্রথম দিন থেকেই টার্ন করে।”
এ মন্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার ওয়াহ বলেন, “ধোনির এমন মন্তব্য খেলার জন্য নেতিবাচক, যখন সে ভারতীয় কিউরেটরদের পিচগুলো নিজেদের মতো করে প্রস্তুত করতে বললো। বিষয়টা বুঝলাম না।”
সাবেক এ তারকা আরো জানান, অস্ট্রেলিয়ান অধিনায়ক থাকাকালে কোন ধরনের উইকেটে খেলছেন সে ব্যাপারে কোনো ধরনের অসন্তোষ ছিল না। তিনি বলেন, “৫৭ ম্যাচে আমি দলকে নেতৃত্ব দিয়েছি, কিন্তু কোন ধরনের পিচে খেলতে যাচ্ছি সে ব্যাপারে কখনো কিউরেটরের সঙ্গে একটা কথাও বলিনি।”