মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর শুক্রবার

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর শুক্রবার

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ওটেরো শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় কঙবাজার বিমান বন্দরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

তিনি বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন। তিনি বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি, ব্যবসা ও শ্রমিক ইস্যুসহ ব্যাপক দ্বিপক্ষীয় ও আঞ্চলিক  বিষয়ে আলোচনা করেন।

সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওটেরো ‘বাংলাদেশের সঙ্গে সংলাপ’ শীর্ষক একটি টেলিভিশন প্রোগ্রামে অংশ নেবেন। তিনি শুক্রবার কক্সবাজার সফরে যাবেন। সেখানে তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের একটি টিমের সঙ্গে মিলিত হবেন এবং একটি শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

বাংলাদেশ