এডিবি কান্ট্রি ডিরেক্টরের পর এবার জাপানি উন্নয়ন সংস্থা জাইকার ১৪ সদস্যের প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিদর্শনে এসে শীতলক্ষ্যা সেতু করার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার জাইকা ১৪ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিলিত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রসহ অন্যরা।
সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম জানান, সভায় সিটি করপোরেশনের বিভিন্ন প্রজেক্টে জাইকার সহায়তা কামনা করা হয়েছে। এর মধ্যে অগ্রাধিকারভিত্তিতে শীতলক্ষ্যা সেতু নির্মাণও রয়েছে। কালীরবাজার এলাকায় এ শীতলক্ষ্যা সেতু নির্মাণের সম্ভাবনা রয়েছে। এছাড়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, সিদ্ধিরগঞ্জ লেক ও ডনচেম্বারে মাতৃসদন মেডিকেল কলেজ স্থাপনে সহায়তা দেয়ারও দাবি জানানো হয়েছে। এছাড়া মিরপুর থেকে সায়েদাবাদ পর্যন্ত যে মেট্রোরেল স্থাপনে জাইকার প্রকল্প রয়েছে তা সম্প্রসারণেরও দাবি জানানো হয়েছে। সিটি করপোরেশন এলাকায় ১৭টি খাল রয়েছে। এসব খালের অনেকগুলো ময়লা-আবর্জনায় ভরে গেছে। এসব খালকে বর্জ্যমুক্ত করার জন্য জাইকার সহায়তা চাওয়া হয়েছে। আগেও জাইকার ফান্ড ব্যবহার করে ভেকু দিয়ে খাল খনন করা হয়েছে।
তিনি আরও জানান, জাইকা প্রতিনিধি দল সিটি করপোরেশনের প্রস্তাবিত প্রকল্পগুলো গ্রহণ করেছে। তারা এসব প্রকল্প বাস্তবায়নে জাইকার পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।
এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন লোকাল গভর্মেন্ট এডমিনিস্ট্রেশন ইনপ্রুভমেন্ট বিষয়ক টিম লিডার তাকিউ মাৎসুজাওয়া। অন্যান্যের মধ্যে ছিলেন ডেপুটি টিম লিডার হিদিও সাকামোতো, সিটি ডেভেলপমেন্ট-১ এর ডা. নরিকো কোনো, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট-১ এর ডা. তাইসুকে টোকুওকা, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট-২ এর কোজো কামিয়া, ইনফ্রাস্ট্রাকচার প্লানিং এন্ড কস্ট ইস্টিমেশনের নাওফুমি ইয়ামামোতা, ইকোনোমিক এন্ড ফাইনান্সিয়াল এনালাইসিসের কেনজি সুজুকি, এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট-১ এর ডা. নামি তানাকা, এনভায়রনমেন্ট এন্ড স্যোশাল ডেভেলপমেন্ট-২ এর জুনকো টয়োশিমা, রিজিওনাল ডেভেলপমেন্ট-১ নাকাকো ইশিমারু, কনস্ট্রাকশনের সেইজি কাডোকা, কোঅর্ডিনেটর মাসাটোসি হিগুইচি, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জুলফিকার আলী প্রমুখ।
এ সময় নগর ভবনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে জাইকা প্রতিনিধি দলের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। এতে এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূরুল্লাহ, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনউল্লাহ নূরী, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, টাউন প্ল্যানার মঈনুল ইসলাম, কাউন্সিলার শওকত হাশেম, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, কামরুল হাসান মুন্না, মনিরুজ্জামান মনির, প্যানেল মেয়র ও মহিলা কাউন্সিলার শারমিন হাবিব বিন্নী, শাহীন ফারদিন মায়া প্রমুখ উপস্থিত ছিলেন।