পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সমরিতা হসপিটালের শেয়ার দর কমেছে। থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হয়ে সপ্তাহের ব্যবধানে কোম্পানির শেয়ার দর কমেছে ২৮.৩২ শতাংশ। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। কোম্পানির শেয়ারের সর্বশেষ বাজার দর ৬০ টাকা।
জানা যায়, গত ১০ অক্টোবর কোম্পানি ১৮ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। গত সপ্তাহের ৮ নভেম্বর কোম্পানির ডিভিডেন্ডের রেকর্ড ডেট ছিল।
সমরিতা হসপিটাল ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ২০ কোটি এবং পরিশোধিত মূলধন ৮ কোটি ৮০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৬ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা। শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা এবং ৫০০টিতে মার্কেট লট। কোম্পানির মোট ৮৮ লাখ ৪ হাজার ৪০০ শেয়ারের মধ্যে ৫০.২ শতাংশ পরিচালনা পর্ষদ, ৩১.৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০১ শতাংশ শেয়ার বিদেশী এবং ১৮.৪৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।