1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন : প্রেসসচিব দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান সিইসির জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্র ‍রুখতে ঐক্যের ডাক রাজনৈতিক দলগুলোর এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে : ডিএমপি কমিশনার হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ৪ স্তরের নিরাপত্তা, প্রবেশে নিষেধাজ্ঞা হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত : মির্জা আব্বাস ষড়যন্ত্রকারীরা নেটওয়ার্ক বিস্তৃত করেছে, প্রশিক্ষিত শ্যুটার নিয়ে মাঠে নেমেছে: প্রধান উপদেষ্টা

বক্স অফিসে এগিয়ে ‘কেসারি ২’, ধুঁকে ‍ধুঁকে চলছেন ‘জাট’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩১ Time View

শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘কেসারি : চ্যাপ্টার টু’। দেশাত্মবোধক ঘরানার সিনেমাটি দর্শক প্রশংসার পাশাপাশি বক্স অফিসে আয়ের ধারা কিছুটা ধরে রেখেছে। যদিও আয়ের অঙ্ক বেশ কম, তবে এই মুহুর্তে সানি দেওলের জাটের সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিসের চালকের আসনে অক্ষয়।

মুক্তির প্রথম দিন অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি ৭ কোটি ৭৫ লাখ টাকা আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করে।
বুধবার (২৩ এপ্রিল) মুক্তির পর ষষ্ঠ দিনে বক্স অফিসে অক্ষয় কুমারের সিনেমাটি ৩ কোটি ২০ লাখ টাকা আয় করেছে। মঙ্গলবারের তুলনায় আয় কিছুটা কমেছে এদিন। ফলে বর্তমানে কেশরী চ্যাপ্টার ২-এর মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ২০ লাখ টাকায়।

এর আগে শনিবারে কেসারি ২-এর আয় ৯.৭৫ কোটি ও রবিবারে এবং রবিবারে আয় বেড়ে হয় ১২ কোটি।
সোমবারে আয়ের কিছুটা পতন হয়। এদিন ৪ কোটি ৫০ লাখ টাকা ঘরে তুলেছে সিনেমাটি। পঞ্চম দিনে আয় করেছে ৫ কোটি টাকা।

করণ সিং ত্যাগীর পরিচালনায় ‘কেসারি : চ্যাপ্টার টু’তে সি. শঙ্করণ নায়ারের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে।
অক্ষয়ের সঙ্গে সিনেমাটিতে আরো আছেন আর মাধবান ও অনন্যা পাণ্ডে। ১৮ এপ্রিল মুক্তি পেয়েছে এটি।

এদিকে মুক্তির দ্বিতীয় সপ্তাহে সানি দেওলের জাটের আয় বেশ কমতির দিকেই। বুধবার সিনেমাটি বক্স অফিসে মাত্র ১ কোটি ৯ লাখ টাকা আয় করতে পেরেছে। বর্তমানে ভারতীয় বক্স অফিসে জাট-এর মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৭৯ কোটি ২২ লাখ টাকা।

মুক্তির প্রথম সপ্তাহে এটি ৬১ কোটি ৬৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় শুক্রবার সেই আয়ের পরিমাণ ছিল ৪ কোটি টাকা। শনিবার কিছুটা আয় কমে হয় ৩.৭৫ কোটি টাকা। রবিবার ৫ কোটি টাকা ঘরে তুলেছে জাট। সোমবার দিন ১ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে। মঙ্গলবার আয় তুলেছে ১ কোটি ৮৮ লাখ টাকা।

গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে জাট। সিনেমাটি পরিচালনা করেছেন গোপী চাঁদ মালিনেনি। মুল ভূমিকায় অভিনয় করেছেন সানি দেওল। আরো রয়েছেন রণদীপ হুদা ও সাইয়মি খের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ