1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন : প্রেসসচিব দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান সিইসির জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্র ‍রুখতে ঐক্যের ডাক রাজনৈতিক দলগুলোর এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে : ডিএমপি কমিশনার হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ৪ স্তরের নিরাপত্তা, প্রবেশে নিষেধাজ্ঞা হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত : মির্জা আব্বাস ষড়যন্ত্রকারীরা নেটওয়ার্ক বিস্তৃত করেছে, প্রশিক্ষিত শ্যুটার নিয়ে মাঠে নেমেছে: প্রধান উপদেষ্টা

কাশ্মিরে হামলার পর সৌদি থেকে তড়িঘড়ি ভারতে ফিরলেন মোদি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৯ Time View

ভারত-শাসিত জম্মু-কাশ্মিরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। অনন্তনাগ জেলার পর্যটন কেন্দ্র পেহেলগামে ঘটে যাওয়া এই হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবারের এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বেসামরিক হামলা হিসেবে বিবেচনা করছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার সকালেই নয়াদিল্লিতে পৌঁছান মোদি। মূলত তার সফর শেষ হওয়ার কথা ছিল বুধবার রাতেই, তবে কাশ্মিরের ঘটনার পরিপ্রেক্ষিতে তা আগেভাগেই শেষ করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই আকস্মিক সফর সংক্ষিপ্ত করার বিষয়ে সৌদি রাজপরিবারকে অবহিত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তারা রিয়াদে সৌদি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন এবং হামলার বিষয়ে আলোচনা করেন।

সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান বলেন, “কাশ্মিরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে সৌদি যুবরাজ অবগত হয়েছেন এবং তিনি এই হামলার নিন্দা জানিয়েছেন। সন্ত্রাসবিরোধী সহযোগিতায় ভারত ও সৌদি আরব একসঙ্গে কাজ করে যাচ্ছে।”

দেশে ফিরে প্রধানমন্ত্রী মোদি আজ দিল্লিতে ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’র (CCS) জরুরি বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে কাশ্মির পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

এদিকে হামলার ঘটনার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, তিনি শিগগিরই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা বলবেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন,

“কাশ্মির থেকে আসা খবরে আমরা শোকাহত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

কাশ্মিরের চলমান নিরাপত্তা সংকট, চরমপন্থীদের তৎপরতা এবং রাজনৈতিক অস্থিরতা আবারও সামনে চলে এসেছে এই হামলার মধ্য দিয়ে। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতিতে নতুন চ্যালেঞ্জের জন্ম দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ