1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন : প্রেসসচিব দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান সিইসির জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্র ‍রুখতে ঐক্যের ডাক রাজনৈতিক দলগুলোর এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে : ডিএমপি কমিশনার হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ৪ স্তরের নিরাপত্তা, প্রবেশে নিষেধাজ্ঞা হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত : মির্জা আব্বাস ষড়যন্ত্রকারীরা নেটওয়ার্ক বিস্তৃত করেছে, প্রশিক্ষিত শ্যুটার নিয়ে মাঠে নেমেছে: প্রধান উপদেষ্টা

ফের সিগন্যাল চ্যাটে তথ্য ফাঁস, বিপাকে পেন্টাগন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩৭ Time View

যুক্তরাষ্ট্রে ফের সংবেদনশীল ও গোপন তথ্য ফাঁস হলো সিগন্যাল চ্যাটে। ইয়েমেনের ইরান-ঘনিষ্ঠ হুতির ওপর মার্চের আক্রমণের গোপন তথ্য সিগন্যাল চ্যাটের একটি গ্রুপে জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সংশ্লিষ্ট সূত্র উদ্ধৃত করে রয়টার্স জানাচ্ছে, সেই গ্রুপে ছিলেন হেগসেথের স্ত্রী, ভাই ও আইনজীবী।

সাম্প্রতিককালে দ্বিতীয়বার সিগন্যালের মতো চ্যাট গ্রুপে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে ফের খবর ফাঁস হয়ে যাওয়া নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে পেন্টাগনের সুরক্ষা দপ্তরে।
গত মাসেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ভুল করে এক সাংবাদিককে সিগন্যালের একটি গ্রুপে যুক্ত করেন। সেখানে ইয়েমেনের হুতির ওপর হামলার পরিকল্পনা বিস্তারে লেখেন হেগসেথ।

দ্বিতীয়বার তথ্য ফাঁস

হেগসেথের স্ত্রী জেনিফার ফক্স নিউজের সাবেক সাংবাদিক। পদমর্যাদা বলে একাধিক বিদেশি প্রতিনিধিদলের সঙ্গে তার ওঠাবসা।
তার সেই ছবি পেন্টাগন মারফত প্রকাশিত হয়। মার্চে হেগসেথের সঙ্গে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাতের সময়েও জেনিফারকে তাদের সঙ্গে দেখা যায়। অন্যদিকে হেগসেথের ভাই পেন্টাগনের হোমল্যান্ড সুরক্ষা দপ্তরে কর্মরত।

এর আগে ট্রাম্প প্রশাসনকে তথ্য ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে তৎপর হতে দেখা গেছে।
পেন্টাগনে হেগসেথও বিষয়টিকে একই রকম গুরুত্ব দিয়েছেন।

বিনা প্রমাণে পেন্টাগনের মুখপত্র শন পারনেল বলেছেন, ‘গণমাধ্যম অত্যুৎসাহে অসন্তুষ্ট সাবেক কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে খবর তৈরি করছেন।’

পারনেল তার এক্স হ্যান্ডলে লেখেন, ‘ট্রাম্পের এজেন্ডার পক্ষে যারা নিরন্তর কাজ করছেন, ট্রাম্পবিরোধী গণমাধ্যম ক্রমাগত তাদের ধ্বংস করার চেষ্টা করছে। বিশ্বব্যাপী যুদ্ধে আমরা অনেক সাফল্য পেয়েছি। এখান থেকে আমরা পিছু হটব না।

এ ছাড়া হোয়াইট হাউসের মুখপত্র অ্যানা কেলি বলেন, ‘যারা এ তথ্য ফাঁসের সঙ্গে যুক্ত তারা আজ চাকরিচ্যুত। তাদের ভঙ্গুর ইগোর কারণে এবং প্রেসিডেন্টের কাজে বিঘ্ন ঘটানোর জন্য তারা এখনো ভুল তথ্য ছড়াচ্ছেন।’

হেগসেথের কঠিন সময়
এদিকে এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। হেগসেথ তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে দাবি করেছেন ডেমোক্র্যাট সিনেটররা। সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ‘আমরা প্রতিদিন দেখছি পিটও হেগসেথ কিভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। কিন্তু ট্রাম্পের দুর্বলতার কারণে তার চাকরি যাচ্ছে না। তার অবিলম্বে চাকরি যাওয়া উচিত।’

সিনেটর ট্যামি ডাকওয়ার্থ ইরাকে যুদ্ধ করেছেন। ২০০৪ সালের যুদ্ধে আহত হয়েছিলেন। তার দাবি, ‘হেগসেথের পদত্যাগ করা উচিত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ