1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন : প্রেসসচিব দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান সিইসির জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্র ‍রুখতে ঐক্যের ডাক রাজনৈতিক দলগুলোর এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে : ডিএমপি কমিশনার হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ৪ স্তরের নিরাপত্তা, প্রবেশে নিষেধাজ্ঞা হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত : মির্জা আব্বাস ষড়যন্ত্রকারীরা নেটওয়ার্ক বিস্তৃত করেছে, প্রশিক্ষিত শ্যুটার নিয়ে মাঠে নেমেছে: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রকে ‘তুষ্ট করতে’ ক্ষতিকর চুক্তির নিন্দা চীনের

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৯ Time View

চীন সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা অন্যান্য দেশের তীব্র সমালোচনা করে তীব্র শুল্ক যুদ্ধে ওয়াশিংটনকে ‘তুষ্ট’ করা দেশের বিরুদ্ধে পাল্টাব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিশ্বের অন্যান্য দেশের ওপর ১০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হলেও, চীন অনেক পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্মুখীন হয়েছে। চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপের পাল্টাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে ওয়াশিংটনের পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের সমান্তরালে বেশ কয়েকটি দেশ এখন শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু বেইজিং সোমবার দেশগুলোকে সতর্ক করে বলেছে, তারা যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো চুক্তি না করে যা তাদের স্বার্থের সঙ্গে আপস করবে।

বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘তুষ্টি শান্তি আনবে না এবং আপসকে সম্মান করা হবে না।’

বেইজিং আরো বলেছে, অন্যের স্বার্থের বিনিময়ে নিজের সাময়িক স্বার্থ হাসিল করার অর্থ বাঘের কাছে তার চামড়া চাওয়ার শামিল।

চীন সতর্ক করে বলেছে, এই পদ্ধতি, ‘চূড়ান্তভাবে উভয় দিকেই ব্যর্থ হবে এবং অন্যদের ক্ষতি করবে’।

ওই মুখপাত্র বলেন, চীনের স্বার্থের বিনিময়ে যেকোনো পক্ষের চুক্তিতে পৌঁছনোর তীব্র বিরোধিতা করে বেইজিং।

তারা আরো বলেন, যদি এমন পরিস্থিতি দেখা দেয়, চীন কখনই তা মেনে নেবে না এবং শক্তভাবে পারস্পরিক পাল্টাব্যবস্থা গ্রহণ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে ওয়াশিংটন ও বেইজিং একে অপরের আমদানির ওপর চোখ ধাঁধানো শুল্ক আরোপ করেছে।
যা অর্থনৈতিক পরাশক্তিগুলোর মধ্যে অচলাবস্থার সৃষ্টি করেছে, বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা তৈরি করেছে এবং বাজারকে অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে।

ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে চীনের সঙ্গে আলোচনা করছে। তিনি আরো বলেন, তিনি আত্মবিশ্বাসী যে বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলো তিক্ত বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি করতে পারে।

ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, আমরা চীনের সঙ্গে কথা বলছি।’ চীন বেশ কয়েকবার যোগাযোগ করেছে বলেও ঊল্লেখ করেন ট্রাম্প।

তিনি হোয়াইট হাউসে বলেন, ‘আমি মনে করি, আমরা চীনের সঙ্গে খুব ভালো একটি চুক্তি করতে যাচ্ছি।’

চীন ‘শেষ পর্যন্ত’ বাণিজ্য যুদ্ধ লড়াই করার ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে কিনা তা নিশ্চিত করেনি। যদিও তারা সংলাপের আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ