1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন : প্রেসসচিব দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান সিইসির জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্র ‍রুখতে ঐক্যের ডাক রাজনৈতিক দলগুলোর এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে : ডিএমপি কমিশনার হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ৪ স্তরের নিরাপত্তা, প্রবেশে নিষেধাজ্ঞা হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত : মির্জা আব্বাস ষড়যন্ত্রকারীরা নেটওয়ার্ক বিস্তৃত করেছে, প্রশিক্ষিত শ্যুটার নিয়ে মাঠে নেমেছে: প্রধান উপদেষ্টা

তরুণরাই গড়বে আগামীর পরিবেশবান্ধব বাংলাদেশ : পরিবেশ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৬৩ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তরুণরাই গড়বে আগামীর পরিবেশবান্ধব বাংলাদেশ। আমাদের রেখে যাওয়া পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে। এছাড়া, সঠিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

আজ শনিবার রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ সামরিক জাদুঘরে ‘দ্য গ্রিন এনার্জি অলিম্পিয়াড-২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারকারীরা প্লাস্টিক দূষণরোধে আগ্রহী নয়। এ দেশের তরুণদের সিঙ্গাপুরের জনগণের মতো পরিবেশ সচেতন হতে হবে। উত্তরাধিকার সূত্রে পাওয়া পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী চিন্তা ও পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি তরুণদের প্রতি ভিন্ন ধারার উন্নয়ন, জীবনযাপন ও দর্শন প্রচারের আহ্বান জানান।
এ প্রতিযোগিতায় বিজয়ীরাই আগামীতে জলবায়ু পরিবর্তন রোধে এবং পরিবেশসম্মত সবুজ পৃথিবী গড়তে নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)-এর নেটওয়ার্ক উপদেষ্টা এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)-এর নির্বাহী সদস্য মনোয়ার মোস্তফার সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমেদ, সিটি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, ডিরেক্ট রিনিউয়েবল এনার্জি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল এবং এথিক্যাল ট্রেড ইন্টারন্যাশনাল (ইটিআই) ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবিল বিন আমিনসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ