1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন : প্রেসসচিব দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান সিইসির জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্র ‍রুখতে ঐক্যের ডাক রাজনৈতিক দলগুলোর এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে : ডিএমপি কমিশনার হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ৪ স্তরের নিরাপত্তা, প্রবেশে নিষেধাজ্ঞা হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত : মির্জা আব্বাস ষড়যন্ত্রকারীরা নেটওয়ার্ক বিস্তৃত করেছে, প্রশিক্ষিত শ্যুটার নিয়ে মাঠে নেমেছে: প্রধান উপদেষ্টা

খেলা আবারও কান্নায় মাঠ ছাড়লেন নেইমার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২৪ Time View

মাঠে খেললে খেলোয়াড়রা চোট পাবেন এটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে নেইমারও ব্যতিক্রম নন। তবে তার ক্যারিয়ারে চোখ বুলালেও দেখা যাবে সে অন্যদের থেকে ব্যতিক্রমই। তা না হলে এতবার চোট পেয়ে মাঠের বাইরে থাকতে হতো না ব্রাজিলের সুপার স্টারকে।

চোটের সঙ্গে এতটাই সখ্যতা গড়ে উঠেছে নেইমারের মাঠের থেকে যেন মাঠের বাইরেই বেশি থাকছে তিনি। আজ ফিরলেন তো কালকে আবার চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি। এভাবে একের পর এক চোট পাওয়ায় চোখের জল ধরে রাখা তার জন্য মুশকিল। সেই মুশকিল কাজটা আবার করতে হয়েছে তাকে।
তবে হাত দিয়ে মুখ ঢেকে চোখের পানি আটকানোর চেষ্টা করেও পারেননি ৩৩ বছর বয়সী স্ট্রাইকার। পারবেন কি করে? ধৈর্যের বাঁধ যে তার ভেঙে গেছে!

বাঁ পায়ের ঊরুর চোট কাটিয়ে গত রবিবার ফ্লুমিনেন্সের বিপক্ষে ছয় সপ্তাহ পর মাঠে ফিরেছিলেন নেইমার। আর আজ অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই সেই ঊরুর চোটেই কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন সান্তোসের স্ট্রাইকার। ম্যাচের ৩৪ মিনিটে যখন কার্টে করে মাঠ ছাড়ছিলেন পৃথিবীর সমস্ত হতাশা তাকে ঝেঁকে বসে।
যা সহ্য করতে না পেরে দু চোখ জলে ভাসিয়ে দিলেন। যেন ‍কিছুটা কষ্ট কম হয়। সঙ্গে সতীর্থসহ প্রতিপক্ষের খেলোয়াড়রাও সান্ত্বনা দিচ্ছিল, তবে নেইমারের চোখ দিয়ে অঝোরে পানি পড়ছিল।

অথচ, আজকের ম্যাচটা তার জন্য স্মরণীয় হয়ে থাকতে পারত। কেননা শৈশবের ক্লাব সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার।
মুহূর্তটা স্মরণীয় করে রাখতে ‘১০০’ লেখা বিশেষ জার্সি পরে মাঠেও নেমেছিলেন তিনি। কিন্তু নিয়তি তার জন্য ভিন্ন পরিকল্পনা করেই যেন রেখেছিল!

বাঁ ঊরুর চোটের কারণে গত মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলতে পারেননি নেইমার। তারও আগে ২০২৩ সালে অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেই এসিএল ও মিনসকাস ছিঁড়ে গেলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকেন। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচটিই ছিল সেলেসাওদের বিপক্ষে খেলা শেষ ম্যাচ। এই চোটের কারণেই ১৮ মাসে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছেন সাবেক ক্লাব আল হিলালের হয়ে। পারষ্পারিক সমঝোতার ভিত্তিতে প্রিয় ক্লাব সান্তোসে ফিরেও সেই চোটেই কাবু হতে হচ্ছে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ