1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন : প্রেসসচিব দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান সিইসির জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্র ‍রুখতে ঐক্যের ডাক রাজনৈতিক দলগুলোর এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে : ডিএমপি কমিশনার হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ৪ স্তরের নিরাপত্তা, প্রবেশে নিষেধাজ্ঞা হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত : মির্জা আব্বাস ষড়যন্ত্রকারীরা নেটওয়ার্ক বিস্তৃত করেছে, প্রশিক্ষিত শ্যুটার নিয়ে মাঠে নেমেছে: প্রধান উপদেষ্টা

তিনি জোর করে আমার পোশাক ঠিক করতে এগিয়ে আসেন : ভিন্সি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪৭ Time View

গত বছর মালায়লাম অভিনেত্রী ভিন্সি অ্যালোশিয়াসের এক বক্তব্য নিয়ে বেশ তোলপাড় হয়। অভিনেত্রী জানিয়েছিলেন, মাদক সেবন করে এমন কোনও অভিনেতাদের সঙ্গে কাজ করবেন না। তার এই বিবৃতি প্রকাশ্যে আসতেই ওঠে বিতর্কের ঝড়। আর এসবের জেরে খানিকটা হেনস্থাও হতে হয় নায়িকাকে।
অবশেষে তার এই বিবৃতির কারণ নিয়ে মুখ খুললেন নায়িকা। জানালেন কীভাবে এক মাদকাসক্ত সহ-অভিনেতা একটা সেটে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন।

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ভিন্সি বলেন, কয়েকদিন আগে, একটি মাদকবিরোধী প্রচারণা অনুষ্ঠানে বলেছিলাম। আমি আমার পরিচিত যারা মাদকসেবন করেন তাদের সঙ্গে আর সিনেমা করব না- এই মন্তব্যের পর বেশ কিছু মন্তব্য আমার দিকে ছুঁড়ে দেওয়া হয়েছিল।
তখন মনে হয়েছিল আমি কেন এমন কথা বলছি তা, সকলের কাছে স্পষ্ট করা উচিত।

অভিনেত্রী বলেন, ‘আমি এমন একটা ছবিতে কাজ করছিলাম যেখানে একজন প্রধান চরিত্রের অভিনেতা মাদক সেবন করতেন। শুধু তাই নয়, বাজে আচরণও করতেন। আমার পোশাক নিয়ে তার সমস্যা ছিল।
হঠাৎ সবার সামনে আমায় বলেন, পোশাক ঠিক করতে হবে। মাদকের নেশা এতটাই ছিল যে তিনি জোর করে আমার পোশাক ঠিক করতেও এগিয়ে আসেন।

ভিন্সি আরো বলেন, ‘একটি দৃশ্যের মহড়ার সময় তার মুখ থেকে সাদা কিছু টেবিলের উপর পড়ে। সবটা থেকে বোঝা যাচ্ছিল তিনি সেটেও মাদক সেবন করছিলেন। এতে শুধু আমি নয়, সেটে থাকা সকলেই বেশ বিরক্তি হয়েছিলেন।
ব্যক্তিগত জীবনে মাদক ব্যবহার করা একটা অন্য বিষয়। সেটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু যখন এটা আপনার কাজের পরিবেশকে প্রভাবিত করে, তখন সেটা মোটেও গ্রহণযোগ্য নয়।’

অভিনেত্রীর মতে, ‘আমি এভাবে কাজ করতে চাই না। ওই অভিনেতার ব্যাপারটা সবাই জানতেন, পরিচালক তার সঙ্গে কথাও বলেন। কিন্তু কোনও লাভ হয়নি।’

গত বছর পল্লিপুরম গির্জায় অনুষ্ঠিত কেসিওয়াইএম এরনাকুলাম-অ্যাঙ্গামালি মেজর আর্চডায়োসিসের ৬৭তম কার্যনির্বাহী বছরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিন্সি ঘোষণা করেছিলেন, যদি তিনি জানতে পারেন যে কেউ মাদক সেবন করছেন, তাহলে তাঁর সঙ্গে কোনও ছবিতে অভিনয় করবেন না ভিন্সি। অভিনেত্রীর এই বক্তব্য নিয়েই দানা বেঁধে ছিল বিতর্ক। বেশ তোলপাড়ও হয় মালয়ালম শোবিজ অঙ্গনে। অবশেষে একবছর পর সেই বিতর্ক নিয়ে পুনরায় কথা বললেন ভিন্সি।

ভিন্সি অ্যালোশিয়াস মালয়ালম সিনেমার পরিচিত মুখ। ‘বিকৃতি’, ‘রেখা’, ‘পদ্মিনী’, ‘জন গন মন’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ