দর কমার কারণ জানে না আইসিবি

দর কমার কারণ জানে না আইসিবি

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) শেয়ার দর কমার কারণ দার্শানোর নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে আইসিবি দর কমার কোনো কারণ জানে না বলে জানিয়েছে।

এদিকে প্রায় দেড় মাস ধরে অস্বাভাবিক হারে এ কোম্পানির শেয়ার দর কমতে দেখা গেছে। এর মধ্যে শেষ দুই কার্যদিবসের দরপতন ছিল অস্বাভাবিক। দীর্ঘদিন ধরে দর কমতে থাকায় এ কোম্পানিকে ডিএসইর পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

গত ১৭ কার্যদিবসে এ শেয়ারের দর ১ হাজার ৮৪৩ টাকা ৫০ পয়সা থেকে ১ হাজার ৬১৫ টাকা ২৫ পয়সায় নেমে এসেছে। এ সময়ের মধ্যে দর কমেছে ২২৮.২৫ টাকা বা ১২ শতাংশ। শেষ দু’কার্যদিবসে এর দর ৯৩ টাকা বা ৫ শতাংশেরও বেশি কমেছে।

জানা যায়, গত ৩ অক্টোবর কোম্পানির ডিভিডেন্ডের রেকর্ড ডেট ছিল। ওই দিন থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হয়। রেকর্ড ডেটের আগে এ শেয়ারের দর ২ হাজার ৩’শ টাকার কাছাকাছি ছিল। যা অ্যাডজাস্ট হয়ে ১ হাজার ৮০০ টাকার কাছাকাছি চলে আসে। তারপর থেকেই এ কোম্পানির শেয়ার দরে মন্দা চলতে থাকে।

অর্থ বাণিজ্য