টর্নেডোর আঘাতে শ্যামনগরে শতাধিক ঘর বিধ্বস্ত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন কৈখালীতে টর্নেডোর আঘাতে শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে বারটার দিকে মাত্র সাত/আট মিনিট স্থায়ী টর্ণেডোর আঘাতে পূর্ব ও পশ্চিম কৈখালীর শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হয়।

টর্ণেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।

উপজেলার কৈখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জানান, মঙ্গলবার দুপুরের কিছু আগে ভারতের ওপর দিয়ে বয়ে যাওয়া টর্ণেডো পূর্ব ও পশ্চিম কৈখালীর ওপর আঘাত হানে।

কয়েক মিনিটের তাণ্ডবে ওই দুই গ্রামের প্রায় ১শ ১৭টি পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি জানান।

তিনি আরও জানান, মুহূর্তের মধ্যে কালিন্দিপাড়ের মোনাজাত আলী, শাহাজান হোসেন, আব্দুল আজিজ ও আব্দুর রাজ্জাকের ঘরসহ শতাধিক পরিবারের ঘর বাতাসে উড়ে যায়।

এদিকে বৃষ্টির মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর সময় পার করছে বলে তিনি জানান।

কালিন্দি পাড়ের বাসিন্দা ওয়েজকুরুনী গাজী জানান, সাড়ে ১২টার দিকে আকস্মিকভাবে টর্ণেডো আঘাত হানলে চোখের পলকে শাহাজান গাজীর দুটি বসত ঘরসহ আরও বেশকিছু ঘর উড়ে গিয়ে পাশের সীমান্তবর্তী কালিন্দি নদীতে পড়ে।

এবিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দৌলতুজ্জামান খান জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুরোর জন্য তাৎক্ষণিক কিছু ত্রাণ সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ