ঢাকায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন!

ঢাকায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ডামি ভোটের আয়োজন করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। বুধবার ভোর থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টায় ভোট দেবেন রাষ্ট্রদূত ড্যান মজিনা।

অবশ্য ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ৪ নভেম্বরেই আগাম ভোট (প্রভিশনাল ভোট) দিয়েছেন।

নকল ভোটে দূতাবাস কর্মকর্তারাসহ বাংলাদেশের রাজনৈতিক ও সুশীল সমাজের অনেকে অংশ নিচ্ছেন।

এ উপলক্ষে হোটেল ওয়েস্টিনের দ্বিতীয় তলার একটি ফ্লোর বেশ জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। চারটি বিশাল পর্দায় নির্বাচনী ফলাফল, এক্সিট পোলসহ বিভিন্ন পরিসংখ্যান দেখানো হচ্ছে।

এছাড়া, বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে তরুণদের মন্তব্য (স্টেটাস) স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে।

রাষ্ট্রদূত ড্যান মজিনা ভোর ৬টার মধ্যেই ডামি ভোটিং অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ভোট প্রদানের জন্য দু’টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে। ইচ্ছুক ভোটদানকারীরা কাগজের ব্যালট পেপারে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

ভোট গণনা সকাল ৯টা থেকে শুরু হবে বলে জানা গেছে।

বাংলাদেশ