সরকারের ব্যর্থতার দায় জাতীয় পার্টি নেবে না- এরশাদ

সরকারের ব্যর্থতার দায় জাতীয় পার্টি নেবে না- এরশাদ

জনগণ আর কোনো ব্যর্থ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। সরকারের ব্যর্থতার দায় জাতীয় পার্টি নেবে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার বিকেলে প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহর পক্ষে ২ দিনব্যাপী নির্বাচনী প্রচারণার শেষদিনে বিভিন্ন পথ সভায় তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, “রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতার জন্য ক্ষমতার পরিবর্তনের ধারা শুরু হয়েছে। এ উ নির্বাচনের মধ্য দিয়ে এ পরিবর্তনের সূচনা হবে। ঘাটাইল উপনির্বাচনে পরাজিত হলেই এ সরকারের পতন হবে না। তবে বর্তমান সরকারের পতনকে ত্বরান্বিত করবে।

তিনি বলেন, “আওয়ামী লীগ প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার। তারা মানুষকে দেওয়া কোনো ওয়াদা পূরণ করতে পারে নি। এ সরকার গুম, খুন ও টেন্ডারবাজির সরকার। জনগণ আর হত্যা, সন্ত্রাস, গুম, খুন দেখতে চায় না। জনগণ এখন শান্তিতে থাকতে চায়। দুর্নীতি লুটপাট  করে ধরা পড়লেও এমপি-মন্ত্রীদের বিচার হচ্ছে না। আমরা ক্ষমতায় গেলে এসব দুর্নীতিবাজদের বিচার করা হবে।”

ঘাটাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ প্রমুখ।

রাজনীতি