ভিয়েতনাম থেকে লাওসে প্রধানমন্ত্রী

ভিয়েতনাম থেকে লাওসে প্রধানমন্ত্রী

ভিয়েতনাম সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাওসের রাজধানী ভিয়েনতিয়ানের ওয়াতি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ওয়াতি বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী আসেম (এএসইএম) ভিলায় যান। ভিয়েতনাম ত্যাগের প্রাক্কালে তাকে বিমানবন্দরে আন্তরিক বিদায় সংবর্ধনা জানানো হয়।

প্রধানমন্ত্রী ৫ ও ৬ নভেম্বর লাওসের রাজধানীতে অনুষ্ঠেয় সরকার ও রাষ্ট্রপ্রধানদের ৯ম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনে (আসেম-৯) যোগ দেবেন।

তিনি ও তাঁর সফরসঙ্গীরা বিমান বাংলাদেশের একটি ভিভিআইপি ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে হ্যানয়ের নই বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

ভিয়েতনামের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী হো ঝাং সন ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এ সময় দুটি ছোট্ট শিশু প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেয়।

ওয়াতি বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর শেখ হাসিনাকে ভেয়েনতিয়ানের দন চ্যানে অবস্থিত আসেম (এএসইএম) ভিলায় নিয়ে যাওয়া হয়। লাওস সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

তিনি ৫ নভেম্বর ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় নবম এএসইএম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

আগামী ৬ নভেম্বর এই সম্মেলনের সমাপনী অধিবেশনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেয়ার কথা রয়েছে।

এশিয়া ও ইউরোপের দেশগুলোর ৪৮-জাতি ফোরামের এবার অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে “শান্তির জন্য বন্ধুত্ব, সমৃদ্ধি অর্জনে অংশীদারিত্ব’। লক্ষ্য এশীয় ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা শান্তি, স্থিতিশীলতা উন্নয়ন ও অগ্রগতি বৃদ্ধি।

এই সম্মেলনে এশিয়া ও ইউরোপের নেতারা অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে কথা বলার সুযোগ পাবেন। বিশেষ করে, নেতারা পরস্পরের মধ্যে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, টেকসই উন্নয়ন, আর্থিক সংকট মোকাবেলা, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও সামাজিক-সাংস্কৃতিক সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন।

শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে ৭ নভেম্বর শেখ হাসিনা লাওসের প্রধানমন্ত্রী থনসুং থাম্মাভংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

একইদিন তিনি প্রেসিডেন্ট প্যালেসে লাওসের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন।

শেখ হাসিনা ৭ নভেম্বর লাওস প্লাজা হেটেলে শেখ হাসিনার সৌজন্যে লাওসের প্রধানমন্ত্রী থনসুং থাম্মাভংয়ের দেওয়া নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন। তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে ৭ নভেম্বর দেশে ফিরবেন।

বাংলাদেশ