ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজ সম্প্রচার করবে চ্যানেল নাইন

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজ সম্প্রচার করবে চ্যানেল নাইন

 

আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ওয়েষ্ট ইন্ডিজের মধ্যেকার ২টি টেস্ট, ৫টি ওডিআই আর ১টি টি২০ ম্যাচের সিরিজ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি করে চ্যানেল নাইন হোম সিরিজ সম্প্রচার করবে। ১৯ অক্টোবর বিসিবির সাবেক সভাপতি ও বর্তমানে আইসিসির সহ সভাপতি আ হ ম মোস্তফা কামাল তার শেষ প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান।
৫০ হাজার ডলারে এ খেলার সম্প্রচার স্বত্ব দেয়া হয়। ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া পার্টনার করা হয়েছে চ্যানেল নাইনকে যারা বিপিএলের খেলা সম্প্রচার করেছিল। আইসিসির মানদণ্ড রেখে তারা সিরিজটি সম্প্রচার করবে। তারা বোর্ডকে ৫০ হাজার ডলার প্রদান করবে এবং যাবতীয় সকল খরচ তারা বহন করবে। খেলা সম্প্রচার করতে মোট ২০টি ক্যামেরা ব্যবহৃত হবে।
উল্লেখ্য, সোমবার সকালে অতিথি দল হিসেবে ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজ ঢাকায় আসছে। এই সিরিজকে কেন্দ্র করে ক্রিকেটাঙ্গন এখন মহাব্যস্ত। আর সেই ব্যস্ততা শুরু হবে কাল সকাল থেকে।

খেলাধূলা