তালেবানের হাতে গুলিবিদ্ধ পাক কিশোরী মালালা ইউসুফজাইয়ের উপর হামলার ঘটনায় আরও নয়জনকে গ্রেফতার করেছে পাকিস্তানের পুলিশ। অবশ্য মূল সন্দেহভাজন রয়ে গেছে এখনও ধরা-ছোঁয়ার বাইরে। বুধবার এ গ্রেফতারের খবর সংবাদমাধ্যমকে জানায় পাক পুলিশ।
মালালার ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোয়াতের বাসিন্দা আতা উল্লাহ খান নামক ২৩ বছর বয়সী এক যুবককে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। রসায়নে অধ্যয়নরত খানকে খুঁজে বের করার জন্য এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত সোয়াত অঞ্চলটি তালেবানদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।
মালালার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য খানের মা, ভাই ও বাগত্তাকেও পুলিশ গ্রেফতার করে বলে জানা গেছে। তবে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন মালালার ওপর হামলার ঘটনায় খানের স্বজনদের আটক করা হয়নি। আতা উল্লাহ খান সোয়াতের জাহানজেব কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক সমাপ্ত করেন।
উল্লেখ্য, নারীশিক্ষার পক্ষে কথা কথা তুলতে গিয়ে গত ৯ অক্টোবর তালেবানদের হাতে গুলিবিদ্ধ হয় ১৫ বছর বয়সী কিশোরী মালালা। বর্তমানে সে ইংল্যান্ডের বার্মিংহামের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তালেবানরা এ হত্যাপ্রচেষ্টার কথা স্বীকার করে নেয়। পাশাপাশি মালালা সুস্থ হয়ে আবার ফিরে এলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় তারা।