বৃহস্পতিবার পৃথিবীর সর্বপ্রথম রেকর্ড করা অডিও ক্লিপটি পুনরায় উন্মুক্ত হলো যুক্তরাষ্ট্রে। এর আগে ১৮৭৮ সালের জুন মাসের ২২ তারিখ যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস জাদুঘরে এটি প্রথমবারের মতো উন্মুক্ত করা হয়েছিলো। প্রদর্শন করেছিলেন এর আবিষ্কারক বিজ্ঞানী থমাস আলভা এডিসন।
১৩৪ বছর আগের তৈরি মাত্র ৭৮ সেকেন্ডের এই অডিওটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শোনার উপযোগী করে চালানো হয় থিয়েটারটিতে।
অডিওটির শুরুতে ২৩ সেকেন্ডের একটি অচেবা গানের বাঁশির সুর শোনা যায়, যার পরে একটি পুরুষ কণ্ঠে শোনা যায় ‘ম্যারি হ্যাড আ লিটল ল্যাম্ব’ ও ‘ওল্ড মাদার হাবার্ড’ নামক কবিতা দুটির আবৃত্তি। কণ্ঠটি আবৃত্তি করার মাঝে দুইবার হেসে ওঠে।
তবে প্রায় শত বছরের পুরনো অডিওটি চালানোর সময় অনেক খুটখাট শব্দ হচ্ছিলো।
রাংতায় মোড়ানো একটি পাতলা কাগজে রেকর্ডটি করা হয়েছিলো, যেটি চওড়ায় ৫ ইঞ্চি অ ও লম্বায় ১৫ ইঞ্চি। এডিসনের ১৮৭৭ সালে উদ্ভাবিত ফনোগ্রাফ যন্ত্রে এটি বসানো ছিলো। আজকের যুগের আঙুলের চেয়ে ছোট যন্ত্রে আমরা গান শুনে অভ্যস্ত, তাই এডিসনের এই নড়বড়ে পদ্ধতি প্রাগৈতিহাসিক মনে হতে পারে। কিন্তু এর হাত ধরেই শুরু হয়েছিলো রেকর্ডিংয়ের বিস্ময়কর ধারণা।
১৮৭৮ সাল থেকে এডিসন এই যন্ত্রটি বিক্রি শুরু করেছিলেন। সেন্ট লুইস জাদুঘরের পুরাতন কাগজপত্র ঘেঁটে জানা যায়, এডিসন ১৮৭৮ সালের ২২ জুন সেখানে ফনোগ্রাফ যন্ত্রকে মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন।