সঙ্গীত মানুষের মনের চাহিদা মেটায়, খোরাক জোগায়। ভালোলাগার অনুভূতিকে ধরে রাখে কিংবা নিজের ভেতরে, আত্মায় ভাঙনের শব্দকে ভুলিয়ে দেয় এ সঙ্গীত। ভুলিয়ে দেয় একাকীত্বের বেদনা-বিধুর মুহূর্তকেও। অপার্থিব আনন্দে ভরিয়ে দেয় মন।
নাগরিক জীবন যখন আমাদের ক্লান্ত করে তোলে, মনকে তখন স্নাত করে সঙ্গীত। নিজেকে আবার আবিষ্কার করি, প্রকৃতির কাছাকাছি হিসেবে।
সুখের, দুঃখের, প্রেমের কবি আমাদের কবি কাজী নজরুল। সেই কবির গান যখন সুরেলা কণ্ঠে বেজে ওঠে- ‘নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল’ তখন আমাদের মনটা বড়ই স্মৃতিকাতর হয়ে ওঠে। বড়ই আপ্লুত করে প্রিয়জনের মুখটি মনে করিয়ে দিয়ে। জীবনের পেছনে ফেলা আসা সময়কে আবারও মনে করিয়ে দেয়। জীবনের হিসাব-নিকাশ মেলাতে মনকে করে বিহ্বল।
নিজেকে মহূর্তের জন্য যখন হারিয়ে ফেলি, সেই কৈশোরে, কিংবা হারানো দিনের জীবনে, দূর থেকে ভেসে আসা কোনো শিল্পীর কণ্ঠে গাওয়া- ‘আমার যাবার সময় হলো, দাও বিদায়…’ চোখের কোণটা এমনিতেই ভিজে যায়, না-বলা বেদনার আর্তিতে রসাপ্লুত হয় মন।
প্রিয়জন কাছে থাকলে সুখের সাগরে বান আসে। উছলে পড়ে আনন্দ, সুরের মূর্চ্ছনায় অবগাহন করে মন। যখন দূর থেকে ভেসে আসে সেই গান- ‘উচাটন মন ঘরে রয় না’ অনির্বচনীয় সুখ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে বড়ই চায় মন।
কবি নজরুলের স্মৃতি জাগানিয়া সেই চিরচেনা কিছু গান নিয়ে এবার ঈদের বিশেষ আকর্ষণ নজরুলগীতির ‘আবার ভালবাসার সাধ জাগে’ অ্যালবামটি গানপাগল মানুষদের ঈদে বাড়তি আনন্দ দেবে। সামিরা আব্বাসীর কণ্ঠে মনকাড়া তেমনি ১০টি গানের অ্যালবামটি সংগ্রহে রাখতে পারবেন যে কেউই। প্রিয়জনকে উপহার দিতে পারবেন নিঃসন্দেহে।
পণ্ডিত অজয় চক্রবর্তী ও ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে তালিম নেওয়া শিল্পী সামিরা আব্বাসীর গানের অ্যালবামটি বাজারে এনেছে ‘ইমপ্রেস অডিওভিশন’। জাতীয় পুরষ্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক সুজেয় শ্যামের নির্দেশনায় দেশের খ্যাতনামা যন্ত্রশিল্পীরা অ্যালবামটিতে অনুষঙ্গ হয়েছেন।
শিল্পী সামিরার গানে খুঁজে পাওয়া যাবে কিংবদন্তী শিল্পী আব্বাসউদ্দীনকে। তারই দৌহিত্রী তিনি। ইতোপূর্বে সামিরার গাওয়া গজলের সিডি দেশে-বিদেশের শ্রোতাদের ব্যাপক আলোড়িত করেছে।
তার নিজস্ব গায়নভঙ্গি শ্রোতাদের অনেক বেশি আগ্রহী করেছে শিল্পী সামিরার প্রতি। তার এবারের ‘আবার ভালবাসার সাধ জাগে’ অ্যালবামটিও শ্রোতাদের মধ্যে ব্যাপক চাহিদা তৈরি করবে, তা নিঃসন্দেহে বলা যায়। শিল্পী মুস্তাফা জামান আব্বাসীর সুযোগ্য উত্তরসূরী সামিরা আব্বাসী প্রাণবন্ত কণ্ঠে গেয়েছেন- “মুখে কেন নাহি বল”, “উচাটন মন ঘরে রয় না”।
অন্যদিকে, বহুল জনপ্রিয় “আমার যাবার সময় হল”, “নয়ন ভরা জল” গানগুলো সামিরার সুরেলা কণ্ঠে, নতুন উপস্থাপনায় নতুন ব্যাপ্তি পেয়েছে। শাস্ত্রীয় সঙ্গীতে দীর্ঘ সাধনায় নিবেদিত সামিরার কণ্ঠে “আমি পথ মঞ্জরী” এক অদ্ভুত মোহনীয় মূর্চ্ছনায় আপ্লুত হয় মন। কণ্ঠসৌকর্য ও আবেগের দ্যোতনায় নজরুলের গানকে অনেকখানি কাছে আনতে সক্ষম হয়েছেন শিল্পী সামিরা।
‘আবার ভালবাসার সাধ জাগে’ অ্যালবামের নির্বাচিত কয়েকটি গান চ্যানেল আইতে ইতোমধ্যে পরিবেশিত হয়েছে। তা বিপুল দর্শক-শ্রোতাপ্রিয়তা অর্জন করে।
শৈশব থেকে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে অসংখ্য অনুষ্ঠান করেছেন শিল্পী সামিরা। পেশায় মেধাবী প্রকৌশলী ও তুখোড় বিতার্কিক হলেও সামিরার মননে সাহিত্য ও সঙ্গীতের আশীর্বাদ যেন জীবনের পাথেয়!
সামিরার কণ্ঠে নজরুলগীতি শুনে মনে ‘আবার ভালবাসার সাধ জাগে’ বলা যাবে অবলীলায়। আমাদের প্রিয় নজরুলকে আবার নতুন করে মনে করিয়ে দিয়েছেন শিল্পী সামিরা আব্বাসী। সে জন্য তার অগণিত ভক্তের পাশাপাশি বাংলানিউজের পক্ষ থেকেও শিল্পী সামিরার প্রতি রইলো একরাশ শুভেচ্ছা আর সাফল্য কামনা।