মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সমঝোতা স্মারক মন্ত্রিসভায় অনুমোদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস- বায়রা।
সংগঠনটিকে পাশ কাটিয়ে স্মারক অনুমোদন করায় এ প্রতিবাদ জানানো হয়।
এ সমঝোতা স্মারকে বায়রাকে সম্পৃক্ত না করলে কঠোর আন্দোলনের যাওয়ার ঘোষণাও দেয়া হয়েছে।
মঙ্গলবার বায়রার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টির প্রতিবাদ জানিয়ে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশক্তি রপ্তানিতে মুখ্য ভূমিকা পালন করে বায়রার সদস্যরা। মন্ত্রণালয় এবং এর নিয়ন্ত্রণাধীন অফিস, দূতাবাস শুধু জনশক্তি রপ্তানির স্বচ্ছতা, সত্যতা ইত্যাদি নিশ্চিত করে। বিধান অনুযায়ী এছাড়া তাদের অন্য কোনো দায়িত্ব নেই। অথচ বায়রাকে পাশ কাটিয়ে মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে জনশক্তি রপ্তানিতে মালয়েশিয়া ও বাংলাদেশ সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তাবলী বাংলাদেশ মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। যুক্তিসংগত কারণেই যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বায়রা। এতে বায়রায় সদস্যদের ভাবমূর্তি নষ্টসহ আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের সুনামও ক্ষুণ্ন হয়েছে।
আরও বলা হয়, বায়রা মনে করে, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকার যে ব্যয় নির্ধারণ করা হয়েছে, সেখানে মালয়েশিয় সরকার এবং নিয়োগকারী সংস্থা যদি প্রতিটি কর্মীর বিমান ভাড়া বা লেভি প্রদানের নিশ্চয়তা প্রদান করে তাহলে বায়রার সদস্যরা সর্বোচ্চ বিশ হাজার টাকায় মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি করতে পারবে।
তাই বায়রা মালয়েশিয়ার সঙ্গে এই সমঝোতা চুক্তি প্রস্তাব অনুমোদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বায়রা মনে করে, প্রায় ১ হাজার ২০০ রিক্রুটিং লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে এটা করা আদৌ উচিত হবে না।
বায়রার সদস্যদের পাশ কাটিয়ে সমঝোতা স্মারক বা চুক্তি করা হলে আন্দোলন-কর্মসূচির পাশাপাশি জনশক্তি রপ্তানি বন্ধ রাখার হুমকি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বায়রার সদস্য রিক্রুটিং এজেন্সিগণের সহায়তায় ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে বৈধভাবে সরকারের অনুমোদনক্রমে প্রায় ৮০ লাখ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হয়েছে।