অঘোষিত ফাইনালে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

অঘোষিত ফাইনালে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। তাই তৃতীয় ও শেষ ওয়ানডের ওপরই নির্ভর করছে, সিরিজ কাদের পকেটে যাচ্ছে।

টি-টোয়েন্টি সিরিজেও এমন পরিস্থিতি হয়েছিল, যেখানে বাংলাদেশকে হারিয়ে টাইম আউট উল্লাসে মেতেছিল লঙ্কানরা। তাই স্বাভাবিকভাবেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হাতছাড়া করতে চাইবে না লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।

এদিকে সিরিজ নির্ধারণী এই ম্যাচে টাইগারদের সেরা একাদশে নিশ্চিতভাবেই দুটি পরিবর্তন আসছে। কারণ, দিন-দুয়েক আগেই তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস। এ ছাড়া রোববার পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির বিষয়টিও প্রকাশ্যে আসে। পরে এই পেসারের পরিবর্তে আরেক তরুণ পেসার হাসান মাহমুদকে স্কোয়াডে ভেড়ানো হয়েছে। তাই সবমিলিয়ে একাদশে দুই পরিবর্তন আসছে, এটা একপ্রকার নিশ্চিত।

ওপেনিংয়ে লিটনের পরিবর্তে এনামুল হক বিজয়কে দেখা যেতে পারে। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন বিবেচনায় এগিয়ে থাকছেন বিজয়। অন্যদিকে একাদশে ফিরতে পারেন পেসার মোস্তাফিজুর রহমান। ফর্মহীনতায় থাকলেও অভিজ্ঞ ফিজেই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে প্রথম দুই ওয়ানডেতে বেশ খরুচে ছিলেন তাইজুল। আপন-মহিমায় দুই-হাতে রান খরচ করেছেন বাঁহাতি এই স্পিনার। তাই বাজে পারফরম্যান্সের কারণে সিরিজ নির্ধারণী ম্যাচে বাদ পড়তে পারেন তিনি। তার পরিবর্তনে একাদশে রিশাদকে দেখা যেতে পারে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে থাকছেন এই লেগি। এ ছাড়া একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

খেলাধূলা শীর্ষ খবর