বাটি চালান

পলাশ মাহবুবের রচনা ও হাসান মোরশেদের পরিচালনায় বৈশাখী টেলিভিশনে ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাত টায় প্রচারিত হবে ৬ পর্বের ধারাবাহিক নাটক বাটি চালান। এতে অভিনয় করেছেন- জাকিয়া বারি মম, ফারুক আহমেদ, ম.ম. মোর্শদ, আমিরুল হক চৌধুরী, বাবর, শামীমা নাজনীন, হেলাল।

কাহিনী সংক্ষেপ: বাটি চালান আবহমান বাংলার একটি সামাজিক সং�কার বা কুসংস্কার যাই বলি না কেন এটি দেশের পিছিয়ে থাকা সমাজের একটি অংশ। চুরি বা অন্য কোন উপলক্ষে এই বাটি চালান মানুষের বিশ্বাসে নাড়া দেয়। এমনি একটি বিষয়কে উপজীব্য করে গড়ে উঠেছে ধারাবাহিক বাটি চালান নাটক। বিয়ের এনগেজমেন্টের একটি হীরের আংটি চুরি যাওয়ার ঘটনায় এই আধুনিক সময়েও আংটি উদ্ধারের জন্য বেছে নেওয়া হয় বাটি চালানকে। বিভিন্ন মজার মজার ঘটনা আর হাস্য রসাত্মক ঘটনা প্রবাহে বাটি চালান নাটকে আংটি উদ্ধার হয়। তবে বাটি চালানে নয় ….।

বিনোদন