টাঙ্গাইল-৩ আসনের উপ-নির্বাচনে একজনের মনোনয়ন বাতিল

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপ-নির্বাচনে দাখিলকরা মনোনয়নপত্র বাছাইকালে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খানের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার।

রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে মনোনয়নপএ বাছাই করার সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সমর্থন না থাকায় আতাউর রহমান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাকি ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও টাঙ্গাইল-৩ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ মো. খুরশিদ আনোয়ার।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম লেবু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান রানা, জাতীয় পার্টির সৈয়দ ইউসুফ আব্দুল্লাহ (তুহিন) ও সতন্ত্র প্রার্থী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক (বীর প্রতিক)।

রাজনীতি