‘অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আহরণে গুরুত্ব দেওয়া হচ্ছে’

‘অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আহরণে গুরুত্ব দেওয়া হচ্ছে’

অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আহরণে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদ।

তিনি বলেন, “আমরা অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আহরণে গুরুত্ব দিচ্ছি। এ ক্ষেত্রে যথেষ্ট সফল হয়েছি। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এনবিআরের আর্থিক সংক্রান্ত মামলাগুলো কোর্টের বাইরে নিষ্পত্তি করার পদক্ষেপ নেয়া হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলো থেকে অনেক সাড়া পাচ্ছি।”

শনিবার সকাল ১১টায় রাজধানীর এক হোটেলে আয়কর আইন তথ্য ক্লিনিক এ অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের সদনপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “এনবিআরের পক্ষে একা কাজ করা সম্ভব নয়। তাই আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপের মাধ্যমে কাজ করছি। ভবিষ্যতে এই কাজের পরিধি আরো বাড়ানো হবে।”

তিনি বলেন, “এনবিআরের আধুনিকায়ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এ জন্য বিভিন্ন সেক্টর অটোমেশন করার পদক্ষেপ নেয়া হচ্ছে।”

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. আইনুন নিশাত, এনবিআর সদস্য এমএ কাদের সরকার, উপ-উপাচার্য ড. গোলাম সামদানী ফকির, স্কুল অব ল’- এর ডিন ড. শাহদীন মালিক।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. আইনুন নিশাত বলেন, “প্রশাসনের স্বচ্ছতা, জাবাবদিহিতা নিশ্চিত করা হলে আরো বেশি বৈদেশিক সাহায্য পাওয়া সম্ভব হবে। কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা এলে আরো বেশি মানুষ কর দিতে উৎসাহিত হবে।”

এনবিআর সদস্য এমএ কাদের সরকার বলেন, “আমরা এনবিআরে করবান্ধন পরিবেশ তৈরির চেষ্টা করছি। কর প্রদানকারীদের কর অফিসে আসতে হবে না। আমরাই কর প্রদানকারীদের কাছে যাবো।”

আলোচনা সভা শেষে আয়কর আইন তথ্য ক্লিনিকে কাজ করা প্রায় ২০০ স্বেচ্ছাসেবককে সনদপত্র দেওয়া হয়।

অর্থ বাণিজ্য