পাপন বিসিবির ১৪তম সভাপতি

পাপন বিসিবির ১৪তম সভাপতি

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একদিনে দুটি প্রজ্ঞাপন জারি করেছে, তার একটি হলো ক্রিকেট বোর্ড (বিসিবি)‘র সভাপতির পদ থেকে আ হ ম মোস্তফা কামালকে অব্যাহতি দিয়েছে সরকার। পাশাপাশি সাংসদ নাজমুল হাসান পাপনকে বিসিবির নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নির্মল কান্ত চাকমা প্রজ্ঞাপন দুটি একই সময় জারি করেন। এই প্রজ্ঞাপন জারির মধ্যদিয়ে মোস্তফা কামাল বিসিবির সাবেক সভাপতির তালিকায় চলে যান। বুধবার থেকে তিনি বিসিবির সভাপতি নন। মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র সহসভাপতি মনোনীত হওয়ার পর মোস্তফা কামালের চিঠি পেয়ে বিসিবি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আইসিসিতে দুই বছর সহসভাপতির দায়িত্ব পালনের পর কামাল সভাপতি হবেন এক বছরের জন্য।

এদিকে আবাহনীর ক্রিকেট কমিটির চেয়ারম্যান পাপন বিসিবির ১৪তম সভাপতি হয়েছেন। তার আগে যে ১৩ জন সভাপতি ছিলেন তারা হলেন অধ্যাপক মো. ইউসুফ আলী ১৯৭২-১৯৭৬ সাল পর্যন্ত, এসএ হুদা ১৯৭৬-১৯৮১ সাল পর্যন্ত, কমোডর মুজিবুর রহমান ১৯৮১-১৯৮৩ সাল পর্যন্ত, কে জেড ইসলাম ১৯৮৩-১৯৮৭ সাল পর্যন্ত, আনিসুল ইসলাম ১৯৮৭-১৯৯০ সাল পর্যন্ত, কাজী বাহাউদ্দিন আহমেদ ১৯৯০-১৯৯১ সাল পর্যন্ত, লে.ক. (অব:) মুস্তাফিজুর রহমান ১৯৯১-১৯৯৬ সাল পর্যন্ত, সাবের হোসেন চৌধুরী (এমপি) ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত, এম. কামাল হোসেন ১৯-০৮-২০০১-২৬-১১-২০০১ সাল পর্যন্ত, মো. আলী আসগর লবি (সাবেক এমপি) ২০০১-২০০৬ সাল পর্যন্ত, সাবেক কৃষি সচিব আব্দুল আজিজ ২০০৬-২০০৭ সাল পর্যন্ত, সাবেক লে. জে. সিনাহ ইবনে জামালী ২০০৭-২০০০৯ সাল পর্যন্ত এবং আ হ ম মোস্তফা কামাল (এমপি) ২০০৯-২০১২ সাল পর্যন্ত।

বিদায়ী সভাপতি মোস্তফা কামাল শুক্রবার সকাল ১১টায় নতুন সভাপতি পাপনের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বিসিবি পরিচালকদের সভায়। সদ্য দায়িত্ব পাওয়া সভাপতি এখন কুয়েতে রাষ্ট্রীয় সফরে আছেন। বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন।

নাজমুল হাসান অন্তপ্রাণ একজন ক্রিকেট সংগঠক। প্রায় একদশকের কাছাকাছি সময় ধরে আবাহনীর ক্রিকেটের সঙ্গে আছেন তিনি। ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত আবাহনী ক্রিকেট কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। ২০০৮ সাল থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।

বিসিবির বর্তমান সভাপতি ২০০৬ সালে কর্পোরেট ক্রিকেট লিগে বেক্সিমকো ক্রিকেট দলেরও চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)‘র প্রথম আসরের উপদেষ্টা কমিটিরও প্রধান ছিলেন তিনি।

বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লি: এবং শাইনপুকুর সিরামিকস লি: এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন নাজমুল হাসান। বেক্সিমকো গ্রুপের একজন পরিচালকও তিনি।

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেন।

খেলাধূলা