প্রায় এক বছর পর ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব দু’বছর মেয়াদী এ কমিটি অনুমোদন দেন।
দলীয় সূত্র জানায়, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩১ সদস্য বিশিষ্ট প্রথম আহবায়ক কমিটি গঠিত হয়।
শাহ মো. শাহাবুল আলমকে আহবায়ক ও জাহিদুল ইসলামকে সিনিয়র যুগ্ম-আহবায়ক করে এ কমিটি অনুমোদন করেন ছাত্রদলের সেই সময়ের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।
প্রায় ৮ মাস পর একই বছরের ২০ অক্টোবর ৮ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে শাহ মো. শাহাবুল আলমকে সভাপতি ও জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।
এর প্রায় এক বছর পর সোমবার রাতে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের নয়া সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও নতুন সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব।
সূত্র জানায়, এ কমিটিতে একজন জ্যেষ্ঠ সহ-সভাপতি, ৯ জন সহ-সভাপতি, ৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৬ জন সহ:সাধারণ সম্পাদক, ১ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন করে প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক ১ জন ও ৩০ জন সদস্য রাকা হয়েছে।
কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি শাহ মো. শাহাবুল আলম ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, “কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুর্গ।
এ দুর্গ অক্ষুন্ন রেখে চলমান সরকার বিরোধী আন্দোলনকে আরো গতিশীল করতে শহীদ জিয়ার সেনানীরা প্রস্তুত রয়েছে।”