এবার সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

এবার সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

সোমবার (২৪ অক্টোবর) সিরিয়ায় তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে আনাদোলু সংবাদ সংস্থা জানায় দেইর ইজ-জোরের আল-ওমর তেলক্ষেত্রের কাছের মার্কিন ঘাঁটি এবং আল-শাদ্দাদি এবং আল-হাসাকাতে মার্কিন ঘাঁটিগুলোয় একই সময়ে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়।
এর আগে সোমবার, পিকেকে ও ওয়াইপিজি সন্ত্রাসী সংগঠনের দখলে থাকা আল-হাসাকার আল-মালিকিয়া এলাকায় একটি মার্কিন ঘাঁটিতে সশস্ত্র ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছিল। সোমবার সকালে, দক্ষিণ সিরিয়ার আল-তানফ অঞ্চলে একটি মার্কিন ঘাঁটিতে তিনটি সশস্ত্র ড্রোন দ্বারা আক্রমণ করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের আইন আল–আসাদ বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এই হামলার পর ইরাকের মার্কিন ঘাঁটিতে অবস্থানরত মেরিন সেনাদের অবিলম্বে সেখান থেকে চলে যাওয়ার আল্টিমেটাম দেয় দেশটির সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এই সংগঠনটি ইরানের মদদপুষ্ট বলে অভিযোগ রয়েছে।
এদিকে গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে নিযুক্ত কোনো মার্কিন সেনার ওপর হামলা হলে তার বদলা নিতে ওয়াশিংটন প্রস্তুত আছে।

আন্তর্জাতিক শীর্ষ খবর