সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে আমরা টেকনোলজি

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়। এছাড়া ডিএসই’র লেনদেনও কমেছে। সপ্তাহের মোট ৫ কার্যদিবসের মধ্যে সূচক ৪ কার্যদিবসেই কমেছে।

তবে সপ্তাহের লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে আমরা টেকনোলজি কোম্পানির শেয়ার। গত সপ্তাহে এ কোম্পানির শেয়ারের দাম ২০ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত সপ্তাহে আমরা টেকনোলজি কোম্পানির মোট ৫৮ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার দৈনিক গড় দাঁড়ায় ১১ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার ৪শ’ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে আরও জানা যায়, ২০১২ সালে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরির এ  কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ২৫০টিতে।

এছাড়া এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪১ কোটি ৯০ হাজার টাকা।

বাজারে এ কোম্পানির মোট ৪ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৫১২ শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদর কাছে ২৩ দশমিক ৭২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৬ দশমিক ২৮ শতাংশ শেয়ার রয়েছে।

সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- আমরা টেকনোলজি (২৯ দশমিক ২০ শতাংশ দাম বাড়ে),ইউনিক হোটেল (২৪ দশমিক ৯৪ শতাংশ), বাংলাদেশ সাবমেরিন কেবল (২৪ দশমিক ৭৪ শতাংশ), ইউনাইটেড এয়ার (১৩ দশমিক ২৪ শতাংশ), সমরিতা হাসপাতাল  (৬ দশমিক ৯২ শতাংশ), কহিনুর কেমিকেল (৬ দশমিক ৩০ শতাংশ), অলিম্পিক ইন্ডাস্ট্রিজ (৫ দশমিক ১৭ শতাংশ), যমুনা অয়েল (৩ দশমিক ৮০ শতাংশ), ইস্টান কেবল (৩ দশমিক ৭৬ শতাংশ) এবং তিতাস গ্যাস (৩ দশমিক ৬১ শতাংশ)।

অর্থ বাণিজ্য