ডেনভারে ওবামার নির্বাচনী কার্যালয়ে গুলি

ডেনভারে ওবামার নির্বাচনী কার্যালয়ে গুলি

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় কলোরাডো রাজ্যের ডেনভারে বারাক ওবামার নির্বাচনী প্রচারণার জন্য ব্যবহৃত একটি অফিস লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

গুলিতে কার্যালয়টির জানালার সামনের দিকের একটি কাচ ভেঙ্গে গেলেও কেউ হতাহত হননি বলে জানায় পুলিশ।

রাকুয়েল লোপেজ নামের ডেনভার পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, “আমরা অফিসটির জানালায় একটি গুলির চিহ্ন দেখতে পেয়েছি।তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।” এখন সন্দেহভাজন হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি।

উল্লেখ্য, ২০১২ সালের ৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক দলীয় প্রার্থী বারাক ওবামার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী রিপাবলিকান দল থেকে মনোনীত প্রার্থী মিট রমনি।

আন্তর্জাতিক