পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত এলাকায় শনিবার এক গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ১৫ জন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানায়, দেরা আদম খেলের জানান বাজার এলাকায় অবস্থিত তালেবান বিরোধী শান্তি কমিটির কার্যালয়ের সামনে গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কমপক্ষে ২০টি দোকান বিধ্বস্ত হয়।
হামলার দায়দায়িত্ব এখনও কেউ স্বীকার না করলেও স্থানীয় সরকারপন্থি মিলিশিয়ারাই এ বোমা হামলার লক্ষ্যবস্তু বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। পাক সামরিক বাহিনীর পাশাপাশি এ মিলিশিয়ারা ওই এলাকায় তালেবান বিরোধী লড়াইয়ে নিয়োজিত।
আহত অনেকের অবস্থাই আশঙ্কাজনক উল্লেখ করে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্রগুলো। বিস্ফোরণের পরপরই আহতদের নিকটবর্তী কোহাট ও পেশোয়ারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, অনেকবার অভিযান চালিয়েও আফগান সীমান্ত সংলগ্ন পশতুন অধ্যুষিত এলাকা থেকে তালেবান নির্মূলে খুব একটা সফল না হয়ে স্থানীয় গোত্রগুলোকে তালেবান বিরোধী লড়াইয়ে উৎসাহিত করে আসছে পাক সেনাবাহিনী।
দেরা আদম খেল এলাকাটি ঐতিহ্যগতভাবে পশতুন অধ্যুষিত এলাকার প্রধান অস্ত্র বাজার হিসেবে পরিচিত। দেরা আদম খেলে স্থানীয় কারিগরদের নির্মিত আগ্নেয়াস্ত্র সীমান্তের উভয় পাশেই ব্যাপকভাবে ব্যবহৃত হয়।