স্পেন, জার্মানি ও ইংল্যান্ডের জয়

স্পেন, জার্মানি ও ইংল্যান্ডের জয়

বাছাইপর্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে বিশ্ব ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। শুক্রবার বিশ্বকাপের বাছাইপর্বে ইউরোপ অঞ্চলে পেদ্রো রদ্রিগেজের হ্যাট্রিকে তারা ৪-০ গোলে হারিয়েছে বেলারুশকে। এর মধ্যদিয়ে টানা ২৪ ম্যাচে জয় তুলে নিয়েছে দেল বস্কের শিষ্যরা। একই অঞ্চলের খেলায় জিতেছে রাশিয়া, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ইতালি ও জার্মানি।

বেলারুশের মাঠে স্পেন গোলউৎসব গোল করলেও দলের খেলা উপভোগ করতে পারেননি স্প্যানিশরা। স্থানীয় টিভি চ্যানেলগুলো সম্প্রচার করেনি জাতীয় দলের ম্যাচটি। কারণ ঋণে জর্জরিত দেশটির জাতীয় ফুটবল দলের খেলা সম্প্রচারের জন্য কোন টেলিভিশনগুলোকে অর্থ প্রদান করা হয়নি। এজন্য স্পেন ও বেলারুশের মধ্যকার ম্যাচ প্রচার করেনি কোন টিভি চ্যানেল। ১৯৮৩ সালের পর এই প্রথম দলের খেলা টিভিতে দেখতে  পেলেন না দশর্করা।

খেলায় দুর্দান্ত স্পেনের সঙ্গে ময়দানী যুদ্ধে পেরে উঠেনি বেলারুশ। তাদের জালে চারবার বল পাঠিয়েছে বিশ্চ্যাম্পিয়নরা। তিনটি গোল করেন পেদ্রো। বাকি গোলটি জোর্দি আলবার।

এদিকে রাশিয়া ১-০ গোলে পর্তুগালকে, ইতালি ৩-১ গোলে আর্মেনিয়াকে, নেদারল্যান্ডস ৩-০ ব্যবধানে আন্দোরাকে, ক্রস ও রেসের জোড়া গোলে জার্মানি ৬-১ এ আয়ারল্যান্ড রিপাবলিককে এবং ওয়েন রুনি ও ওয়েলবেকের জোড়া গোলে ইংল্যান্ড ৫-০ গোলে হারিয়েছে সান মারিনোকে।

এছাড়া উত্তর আমেরিকা অঞ্চলে বাছাইপর্বে যুক্তরাষ্ট্র ৩-১ গোলে আন্টিগুয়াকে, কানাডা ৩-০ গোলে কিউবাকে, মেক্সিকো ৫-০ ব্যবধানে গায়ানাকে, কোস্টারিকা ১-০ গোলে এল সালভাদোরকে এবং গুয়েতামালা ২-১ ব্যবধানে হারিয়েছে জামাইকাকে।

খেলাধূলা