বিশ্ব টি-টোয়েন্টিতে পারফর্ম করতে না পারায় নিন্দুকদের সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন শহীদ আফ্রিদি। প্রতিযোগিতায় দলের ব্যর্থতার জন্য তার দিকে আঙুল তুলেছেন সাবেক ক্রিকেটার ও নিন্দুকেরা। সমালোচনা কানে না তুলে ফর্ম ফিরে পেতে এই অলরাউন্ডারকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক মঈন খান।
আফ্রিদির শুভাকাঙ্খী হিসেবেই মঈন খানকে চেনেন সবাই। সাবেক অধিনায়ককে আন্তর্জাতি ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পরামর্শটি যুক্তসংগত নয় বলে মনে করেন মঈন। বলেন, ‘আমি মনে করি না, আফ্রিদির অবসর নেওয়া উচিৎ। আরও কয়েক বছর স্বচ্ছন্দেই দেশের হয়ে খেলতে পারে এই অলরাউন্ডার। এ মুহূর্তে যেটা জরুরি তা হচ্ছে ভারত সফরের আগে খেলা থেকে তার বিশ্রাম নেওয়া। আর পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটিয়ে পুনরায় আত্মবিশ্বাসী হয়ে মাঠে ফেরা।’
পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার আফ্রিদি। কিন্তু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্ব টি-টোয়েন্টিতে তার খারাপ পারফরমেন্সে খুশি হননি নিন্দুকরা। প্রতিযোগিতার ফাইনালে পাকিস্তানের জায়গা না পাওয়ার প্রাথমিক কারণ হিসেবে তারা আফ্রিদির বাজে পারফর্মকেই দায়ী করেছেন। এবিষয়ে মঈনের ভাষ্য, ‘আমি এরকম ধারণার সঙ্গে একমত নই। নিজের আত্মবিশ্বাসে খানিকটা ঘাটতি হওয়াতে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি। পরবর্তীতে যেটার প্রভাব পড়েছে তার পারফরমেন্সের ওপর। আমার মনে হয়, বিশ্রাম নিলেই সবকিছু সামলে উঠতে পারবেন আফ্রিদি। আর পাকিস্তানের মূল্যবান একজন ক্রিকেটার হলেন এই অলরাউন্ডার।’
টি-টোয়েন্টির অধিনায়ক মোহাম্মদ হাফিজের বিরুদ্ধে মন্তব্য করে পিসিবির কারণদর্শানোর নোটিশ পেয়েছেন আব্দুল রাজ্জাক। এই অলরাউন্ডারের পক্ষেও কথা বলেছেন মঈন। বলেন, ‘রাজ্জাক অধিনায়ক সম্পর্কে যা বলেছে তা যথাযথ হয়নি। আমার মনে হয়, সেমিফাইনালের স্কোয়াডে তাকে দলে না নেওয়ায় তিনি হতাশ হয়েছিলেন। নিঃসন্দেহে বড় একটি ম্যাচ তাকে দলে না নিয়ে অন্যায় করা হয়েছে। আশা করি, বোর্ড রাজ্জাকের মন্তব্যটি দুঃখের বহিঃপ্রকাশ হিসেবেই গ্রহণ করবে।’