ভোক্তাদের চাহিদা মোতাবেক বাজারে হাঁস-মুরগি ও পাখির ডিম,
হ্যাচিং ডিম ও একদিনের মুরগীর বাচ্চা এর সরবরাহ ঠিক রাখার
স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয় এবিষয়ে বর্তমান আমদানী নীতি আদেশ এর
কিছু বিধান নির্দিষ্ট শর্ত সাপেক্ষে শিথিল করেছে। এ বিষয়ে বাণিজ্য
মন্ত্রণালয় গত ০৪ সেপ্টেম্বর, ২০১২ তারিখে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন
থেকে হাঁস-মুরগি ও পাখির ডিম, হ্যাচিং ডিম ও একদিনের মুরগীর
বাচ্চা আমদানীর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করার
প্রয়োজন হবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এগুলো অবাধে
আমদানী করা যাবে।
উল্লেখ্য, এর আগে অবাধে ডিম আমদানীর সময়সীমা ৩১ আগস্ট, ২০১২
তারিখ পর্যন্ত বেধে দেয়া হয়েছিল।
(মো. আব্দুল লতিফ বকসী)
জনসংযোগ কর্মকর্তা