আদিবাসী নেতা আলফ্রেড সরেনের বোন রেবেকা সরেন বিষপান করেছেন। শুক্রবার সন্ধ্যায় নওগাঁর ভীমপুর আদিবাসী পল্লীর নিজ বাড়িতে তিনি বিষপান করেন।
বিষপানের পর তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নওগাঁ সদর থানার ওসি মোজাম্মেল হোসেন আদিবাসী নেতা রেবেকা সরেনের বিষপান করার বিষয়টি নিশ্চিত করেন।
তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাতে পারেননি ওসি।
জানা যায়, পারিবারিক নির্যাতনের কারণে রেবেকা তরল বিষপান করেন। প্রায় পাঁচঘণ্টা টানা চিকিৎসার পর আশংকামুক্ত হন তিনি। তাকে হাসপাতালে দেখতে যান স্থানীয় বাম নেতারা।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেবেকা জানান, তার স্বামীর সঙ্গে ঢাকায় অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের কারণে তিনি বিষপান করেছেন।
উল্লেখ্য, রেবেকা সরেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন’র আহবায়ক। তিনি আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যা মামলার বাদি।