টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের জন্য আগামী ১৩ ও ১৪ অক্টোবর দলীয় ফরম বিক্রি করা হবে। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে।
এরপর ১৪ অক্টোবরই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সেদিনই দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। সাক্ষাতকার অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে।
শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা অনুষ্ঠিত হয় গণভবনে। এতে সভাপতিত্ব করেন বোর্ড সভাপতি শেখ হাসিনা।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সৈয়দ আশরাফুল ইসলাম, সৈয়দ সাজেদা চৌধুরী, আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফর উল্লাহ, ওবায়দুল কাদের ও ড. আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য ডা. মতিউর রহমান ১৪ সেপ্টেম্বর মারা গেলে আসনটি খালি হয়।
আগামী ১৮ নভেম্বর এ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।