দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সাধারণ সূচক ও লেনদেন উভয়ই ব্যাপক পতন হয়েছে। গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক কমেছে ১৬৩ দশমিক ৮১ পয়েন্ট এবং লেনদেন কমেছে ৩২ দশমিক ৪৯ শতাংশ।
আগের সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক ছিল ৪ হাজার ৬৪৬ দশমিক ০৭ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪৮২ দশমিক ২৬ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১৬৩ দশমিক ৮১ পয়েন্ট বা ৩ দশমিক ৫৩ শতাংশ।
অন্যদিকে গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসইর সূচক ও লেনদেনের উঠানামা লক্ষ্য করা গেছে। এছাড়া কমেছে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন কমেছে ৩২ দশমিক ৪৯ শতাংশ। লেনদেন হয়েছে মোট ২ হাজার ৮৭১ কোটি ২৫ লাখ ৪ হাজার ৪৬৮ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ২৫৩ কোটি ৩ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা।
গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইর ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ২৫১টির ও অপরিবর্তিত ছিল ৩টির দাম। কোনো লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছিল ১১৪টির, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত ছিল ৫টির দাম। কোনো লেনদেন হয়নি ২টি প্রতিষ্ঠানের।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে মোট ৫ কার্যদিবসের দৈনিক গড় লেনদেনও কমেছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ৫৭৪ কোটি ২৫ লাখ ৮৯৪ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল এক হাজার ৮৫০ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৯০ টাকা । অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ৩২ দশমিক ৪৯ শতাংশ।
এছাড়া ডিএসইতে কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইতে মোট ৬৮ কোটি ২ লাখ ৬ হাজার ৪২২টি শেয়ার হাতবদল হয়েছে। যেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল ১১৮ কোটি ৮৯ লাখ ২ হাজার ৯০টি । সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন কমেছে ৪২ দশমিক ৭৯ শতাংশ।
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- আমরা টেকনোলজি (২৯ দশমিক ২০ শতাংশ দাম বাড়ে),ইউনিক হোটেল (২৪ দশমিক ৯৪ শতাংশ), বাংলাদেশ সাবমেরিন কেবল (২৪ দশমিক ৭৪ শতাংশ), ইউনাইটেড এয়ার (১৩ দশমিক ২৪ শতাংশ), সমরিতা হাসপাতাল (৬ দশমিক ৯২ শতাংশ), কহিনুর কেমিকেল (৬ দশমিক ৩০ শতাংশ), অলিম্পিক ইন্ডাস্ট্রিজ (৫ দশমিক ১৭ শতাংশ), যমুনা অয়েল (৩ দশমিক ৮০ শতাংশ), ইস্টান কেবল (৩ দশমিক ৭৬ শতাংশ) এবং তিতাস গ্যাস (৩ দশমিক ৬১ শতাংশ)।
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- ডেল্টা স্পিনিং (২৮ দশমিক ৫৫ শতাংশ দাম কমেছে), এমবিএল ফাস্ট মি. ফান্ড (২২ দশমিক ১১ শতাংশ), প্রাইম ব্যাংক ফাস্ট মি. ফান্ড (২১ দশমিক ২১ শতাংশ), আইসিবি এএমসিএল দ্বিতীয় মি. ফান্ড (২০ দশমিক ১৮ শতাংশ), ইবিএল ফাস্ট মি. ফান্ড (২০ দশমিক ০০ শতাংশ), ফনিক্স ফিন্যান্স ফাস্ট মি. ফান্ড (১৮ দশমিক ৫৮ শতাংশ), পঞ্চম আইসিবি মি. ফান্ড (১৮ দশমিক ২৪ শতাংশ), ফামা এইড (১৮ দশমিক ০৩ শতাংশ), আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মি. ফান্ড (১৮ দশমিক ০০ শতাংশ) এবং ডিবিএইচ ফাস্ট মি. ফান্ড (১৭ দশমিক ৮২ শতাংশ)।