সাহিত্যে নোবেল পেলেন চীনের মো ইয়ান

সাহিত্যে নোবেল পেলেন চীনের মো ইয়ান

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাহিত্যে ২০১২ সালের নোবেল পুরস্কারে ভূষিত হলেন চীনা সাহিত্যিক মো ইয়ান।

পুরস্কার ঘোষণার সময় সুইডিশ একাডেমি এক বিবৃতিতে জানায়, নিজের সাহিত্য কর্মে রূপকথা, লোকগাঁথা, ইতিহাস এবং সমসাময়িক ঘটনাকে অলীক বাস্তবতার মাধ্যমে উপস্থাপনের অসাধারণ ক্ষমতার স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে মো ইয়ানকে।

৫৭ বছর বয়সী এই চীনা সাহিত্যিক সাহিত্যে নোবেল পাওয়া ১০৯তম ব্যক্তি। গত বছর সাহিত্যে নোবেল দেওয়া হয় সুইডিশ কবি টোমাস ট্রান্সট্রোমারকে।

স্বীকৃতির পাশাপাশি এ নোবেল বিজয়ীকে ৮০ লাখ ক্রোনার বা সাত লাখ ৪১ হাজার ইউরো সমপরিমান অর্থ প্রদান করবে নোবেল কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক