আরএন স্পিনিংয়ের বিরুদ্ধে এসইসি’র মামলা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান আরএন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বুধবার বিকেলে মতিঝিল থানায় এই মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান।

এ বিষযে সাইফুর রহমান আরো বলেন, রাইট ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতার জের ধরে আরএন স্পিনিং মিলস লিমিটেড এবং প্রতিষ্ঠানটির সব পরিচালক ও কোম্পানি সচিবের বিরুদ্ধে এসইসির পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়ের করা হয়।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর এসইসির কমিশন সভায় রাইট শেয়ার ইস্যু সংক্রান্ত জটিলতার কারণে আরএন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নেয় এসইসি।

কমিশনের ওই সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠানটির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এসইসির নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশন সভার সিদ্ধান্ত সম্পর্কিত এসইসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএন স্পিনিং মিলস লিমিটেড কর্তৃক তদন্ত কমিটির কাছে দাখিল করা কিছু কাগজপত্র জাল হওয়ায় সিআরপিসির আওতায় ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আরএন স্পিনিং মিলস লিমিটেডের উদ্যোক্তা-পরিচালকদের ২০ সেপ্টেম্বর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির রাইট শেয়ার ইস্যুসংক্রান্ত বিষয়ে যেসব সিকিউরিটিজ আইন ভঙ্গ হয়েছে, সেসব বিষয়ে এনফোর্সমেন্ট বিভাগের মাধ্যমে পদক্ষেপ নেয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থ বাণিজ্য