একদিন আগে আম্পায়ার নাদির শাহ্’র স্পট ফিক্সিংয়ে আগ্রহের খবর প্রচার করে হইচই ফেলে দিয়েছে ‘ইন্ডিয়ান টিভি’। এনিয়ে দেশ বিদেশে তোলপাড় হলেও নাদির শাহ্ এখনও দেশে ফিরে আসেননি।
বিসিবি এবং আইসিসি প্যানেলে ভুক্ত আম্পায়ার নাদির শাহ্ এখন ভারতে আছেন। ছুটি কাটাতে আগে থেকেই তিনি কলকাতাতে। ইন্ডিয়ান টিভিতে প্রচারিত খবর সম্পর্কে মোবাইলফোনে জানতে চাওয়া হলে নাদির শাহ্ বাংলানিউজকে এবিষয়ে বলেছেন, ‘বিষয়টি বিসিবি দেখছে। আমি দেশে ফিরে বিসিবিকে সব বলবো।’
এদিকে বিসিবি জানিয়েছে, বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়েছে বোর্ড। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমরা কালকে (সোমবার) মিডিয়ার মাধ্যমে জেনেছি। আজকে পত্রপত্রিকাতে দেখেছি। এর ওপরে ভিত্তি করে কিছু তথ্য সংগ্রহ করছি। ভিডিও ফুটেজ টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করা হয়েছে। এগুলো আমরা সংগ্রহ করছি। সব কিছু সংগ্রহ করার পর একটা তদন্ত কমিটি হবে। গতকাল বোর্ড সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, তথ্য সংগ্রহ হয়ে গেলে একটি তদন্ত কমিটি করে দেবেন। কমিটি তদন্ত করার পর একটা উপসংহারে আসবো। তার আগে আমরা কোন মন্তব্য করতে চাচ্ছি না। যদি কোন দুর্নীতি থেকে থাকে তা আমরা ছাড় দেবো না। শক্ত হাতে নিয়ন্ত্রণ করবো।’
বিপিএল এবং বিসিবি ইস্যুতেও ছদ্মবেশি সাংবাদিকের কাছে মন্তব্য করেছেন আম্পায়ার নাদির শাহ্। এ সম্পর্কে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমরা আইসিসির দুর্নীতি দমন নীতি অনুসরণ করি। নিঃসন্দেহে বিষয়টি খতিয়ে দেখবো।’
ইন্ডিয়ান টিভির গোপন ক্যামেরায় ধারণকৃত সাক্ষাৎকারটি প্রচারের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও বিষয়টি খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে।