বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছে ড্যাব

কক্সবাজার জেলার রামু, উখিয়াসহ বিভিন্ন এলাকায় বৌদ্ধ সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

এছাড়াও বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিনা অপরাধে, রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতারের অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান ড্যাব নেতারা।

মঙ্গলবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পক্ষে সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক ও মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে ড্যাব নেতারা বলেন, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এ সাম্প্রদায়িক সস্প্রীতি নষ্ট করার হীন চক্রান্তের অংশ হিসেবে কক্সবাজারের রামুসহ বিভিন্ন এলাকায় অহিংস নীতিতে বিশ্বাসী বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনাসহ বাড়ি ঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

এ হামলার সঙ্গে জড়িতদের সঠিক তদন্তের মাধ্যমে বিচারের ব্যবস্থা করার দাবি জানান তারা। তা না হলে হামলাকারীরা আরও উৎসাহিত হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টসহ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চালিয়ে যাবে বলে মন্তব্য করে অবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানায় ড্যাব।

বিবৃতিতে অভিযোগ করা হয়, যুবদলের সভাপতি আলালকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার জন্য এবং বিরোধী দলকে দমন করার উদ্দেশ্যে নির্যাতনমূলকভাবে গ্রেফতার করা হয়েছে।

ড্যাব নেতারা আলালের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং সরকারকে সব ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানান।

রাজনীতি