বাংলাদেশি আম্পায়ার নাদির শাহ ম্যাচ গড়াপেটায় সম্পৃক্ত হতে আগ্রহ দেখিয়েছেন এমন অভিযোগে এনে ‘ইন্ডিয়ান টিভি’ খবর প্রচার করছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, ছদ্মবেশি রিপোর্টারের কাছে নাদির শাহ বলেছেন, আন্তর্জাতিক এবং লিগে ম্যাচ গড়াপেটায় অংশ নিতে তিনি প্রস্তুত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাদির শাহ ‘আউট’ এবং ‘নট-আউট’ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে ফিক্সিংয়ে আগ্রহ দেখিয়েছেন। গোপন ক্যামেরায় বিষয়টি ধারণ করা হয়েছে বলে তাদের দাবি।
বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য আম্পায়ার নাদির শহ’র মোবাইলফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলফোনটি বন্ধ আছে। আইসিসির প্যানেলভুক্ত এই আম্পায়ার ৪০টি ওয়ানডে এবং ছয়টি টেস্ট ম্যাচের টিভি আম্পায়ার এবং তিনটি টেস্টে রিজার্ভ আম্পায়ার ছিলেন।
এদিকে ঢাকা গ্ল্যাডিয়েটসের মিডিয়া ম্যানেজার মিনহাজউদ্দিন খানের গোপন সাক্ষাৎকার নিয়েছেন ছদ্মবেশি ওই সাংবাদিক। বিজ্ঞপ্তিতে তারা দাবি করছে, পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি, রানা নাভেদ এবং আহমেদ শেহজাদ খেলা শেষে তাদের হোটেল কক্ষে মেয়ে নিয়ে যেতেন।
ছদ্মবেশি প্রতিবেদক বাংলাদেশের আরেক আম্পায়ার শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ফিক্সিংয়ের প্রস্তাব করা হলে তা প্রত্যাখান করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার ছয়জন আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার ফিক্সিংয়ে জড়িত হতে আগ্রহী। যদিও ভারতের কোন আম্পায়ারের সাক্ষাৎকার নেননি ছদ্মবেশি ওই সাংবাদিক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দেয়নি। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। কিন্তু বিস্তারিত না জানা পর্যন্ত কোন কিছু বলা ঠিক হবে না।’
ইন্ডিয়ান টিভি খবর প্রচারের পর আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আইসিসি এবিষয়ে সতর্ক। কোনরকম দূর্নীতির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।