টি-টোয়েন্টির বিশ্ব একাদশ ঘোষণা করলো আইসিসি

টি-টোয়েন্টির বিশ্ব একাদশ ঘোষণা করলো আইসিসি

টি-টোয়েন্টির বিশ্ব একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রতিযোগিতার চতুর্থ আসরে শ্রীলঙ্কাকে ৩৬ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরই এই ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, পাঁচ সদস্যের আইসিসি প্যানেল নির্বাচিত করেছেন টি-টোয়েন্টির বিশ্ব সেরা একাদশ। নির্বাচকদের স্কোয়াডে শ্রীলঙ্কার তিনজন, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া থেকে দুইজন করে এবং ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান থেকে একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের কাছে ফাইনালে দল হেরে যাওয়ার পর টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। এনিয়ে চিন্তিত নয় আইসিসি প্যানেল! এজন্য তাকে আইসিসির বিশ্ব টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছেন তারা।

দলের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নির্বাচকরা বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনকে। মিডলঅর্ডারে থাকবেন ভারতের বিরাট কোহলি, জয়াবর্ধনে, ইংল্যান্ডের লুক রাইট ও ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে একাদশে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।

পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। তাদের সঙ্গে স্পিনার হিসেবে নির্বাচকদের দলে অন্তর্ভু্ক্ত হয়েছেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস ও পাকিস্তানের সাঈদ আজমল।

আইসিসি টি-টোয়েন্টির বিশ্ব একাদশ: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), সাঈদ আজমল (পাকিস্তান), অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা), মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), বিরাট কোহলি (ভারত), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ও লুক রাইট (ইংল্যান্ড)।

খেলাধূলা