এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন যৌথভাবে স্যার জন বি. গার্ডন ও প্রফেসর শিনিয়া ইয়ামানাকা।
একটি পরিপক্ক ও বিশেষায়িত কোষ পরবর্তীতে অপরিপক্ক কোষে রূপান্তরের জন্য প্রস্তুত হতে সক্ষম। এটা শরীরের যে কোনো অংশের টিস্যুতে উৎপন্ন হতে পারে। শরীরের কোনো অঙ্গ বা কোষ কীভাবে তৈরি হয় এটা বুঝতে তাদের এ আবিষ্কার এক বৈপ্লবিক ধারণা দেবে বলে মনে করা হচ্ছে।
এ অবদানের জন্য সোমবার সুইডিশ নোবেল একাডেমি তাদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করল।
স্যার জন বি. গার্ডন ১৯৩৩ সালে যুক্তরাজ্যের ডিপেনহলে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে গার্ডন ইনস্টিটিউট অব ক্যামব্রিজে কর্মরত আছেন।
অপরদিকে শিনিয়া ইয়ামানাকা জাপানের ওসাকায় ১৯৬২ সালে জন্ম নেন। তিনি বর্তমানে কায়োতো ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। একই সঙ্গে তিনি গ্লাডস্টোন ইনস্টিটিউটের সঙ্গেও জড়িত।