সম্প্রতি রাশিয়ায় পেনজা শহরে অনুষ্ঠিত হয়ে হয়ে গেল ‘আন্তর্জাতিক আর্ট সিম্পোজিয়াম’ শীর্ষক চিত্র প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ৬৩ জন প্রতিযোগীর মধ্য থেকে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী গুলশান হোসেন।
২০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর ২৬ দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়- বাংলাদেশ, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জাপান, চীন, আয়ারল্যান্ড, স্পেন, অস্ট্রেলিয়া, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, বুলগেরিয়া, ইতালি, বেলারুশ, পোল্যান্ড, সার্বিয়া, ইউক্রেন, কোস্টারিকা, মেক্সিকো, চিলি, ভারত এবং রাশিয়াসহ আরো কয়েকটি দেশের শিল্পী।
পুরস্কার গ্রহণ শেষে গত ২৩ সেপ্টেম্বর দেশে ফিরেছেন চিত্রশিল্পী গুলশান হোসেন। এ অনন্য অর্জন নিয়ে তার সঙ্গে বাংলানিউজের কথা হয়।
প্রতিযোগিতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ইউনেস্কো এই সন্মেলনের আয়োজন করে। ২৬ দিনের ৫ম আন্তর্জাতিক সম্মেলেন ছিল এটি। সেখানে প্রদর্শিত মিশ্রমাধ্যমে আঁকা আমার শিল্পকর্মটির শিরোনাম ছিল Reflections (প্রতিচ্ছবি)। এটি প্রথম পুরস্কার লাভ করে এবং সেইসাথে আমি সিম্পোজিয়াম তারকাও নির্বাচিত হই।”
তিনি জানান, প্রতিযোগিতাটি ছিলো ভিজ্যুয়াল এবং ভাস্কর শিল্পকর্মের। অংশগ্রহণকারীদের সবাইকে পেনজা শহরের একটি নিবিড় স্টুডিওতে এবং সব ধরনের ছবি আঁকবার রং তুলি দেওয়া হয়েছিল। এখানে প্রতিদিন শিল্পীরা যেসব কাজ করতেন তা রাতের খাবারের পর উপস্থাপন করা এবং নিজের কাজও সমকালীন কাজ নিয়ে মূল্যায়ন করা হত।
সেরা পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, “আগেও অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু এই পুরস্কার অর্জনের আনন্দ একেবারেই আলাদা। রাশিয়ার মতো শিল্প সচেতন দেশে বিশ্বের নানা প্রান্তের অর্ধশতাধিক শিল্পীকে পেছনে ফেলে প্রথম হওয়াটা আমার কাছে বিশাল প্রাপ্তি। বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে এমন উজ্জ্বল প্রতিনিধিত্ব করতে পেরে আমি উচ্ছ্বসিত।”
প্রসঙ্গত, গুলশান হোসেন ২০০৮ সালে যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের উইনচেস্টার স্কুল অব আর্ট থেকে পেইন্টিং ও ড্রয়িংয়ে এমএফএ ডিগ্রি নেন। বর্তমানে তিনি ঢাকায় ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভের চারুকলা বিভাগে প্রভাষক হিসেবে কাজ করছেন।
এ পর্যন্ত তিনি যুক্তরাজ্য, বেলজিয়াম, ভারত এবং বাংলাদেশে ১৩টি একক শিল্প প্রদর্শনী করেছেন।অংশ নিয়েছেন বহু দলগত প্রদর্শনীতে।
এর আগে তিনি শারজা দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে সন্মানসূচক পুরস্কারসহ বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন।