বিটিভির আলেয়া ফেরদৌসী এখন বেতারে

বিটিভির আলেয়া ফেরদৌসী এখন বেতারে

যারা এক সময় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নাটকগুলো নিয়মিত দেখতেন তাদের কাছে প্রিয় একজন অভিনেত্রীর নাম আলেয়া ফেরদৌসী। মা চরিত্রে অভিনয়ে যিনি পেয়েছিলেন সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা। গুণী বর্ষীয়ান এ নাট্যাভিনেত্রীকে এখন টিভি নাটকে দেখা যায় না বলেই চলে।

তবে টিভি নাটকে তাকে না দেখা গেলেও রেডিওতে তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। প্রতি বুধবার রাত ১০টায় এবং শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ বেতারে তার অভিনীত নাটক প্রচার হয়।

১৯৬৬ সালে বেতারে এবং টেলিভিশনে তালিকাভুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত দুইশোরও বেশি রেডিও নাটকে অভিনয় করেছেন তিনি।

আলেয়া ফেরদৌসীর জন্ম ২৯ ডিসেম্বরে নোয়াখালীতে। রংপুর গার্লস স্কুলে অস্টম শ্রেণীতে পড়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সামান্য ক্ষতি’নাটকের মাধ্যমে অভিনয়ের শুরু। রংপুর শহরে মঞ্চে প্রথম অভিনয় করেন নবাব সিরাজ উদ্দৌলা নাটকে আলেয়া চরিত্রে।

টেলিভিশনে তার প্রথম অভিনীত নাটক নাজমুল আলমের লেখা ‘সারেং’ প্রচারিত হয় আশির দশকে। এই নাটকে তার সঙ্গে অভিনয় করেন- অধ্যাপক মুনীর চৌধুরী, দিলারা জামান, ডলি ইব্রাহিমের মতো ব্যক্তিত্ব।

টেলিভিশনে সম্প্রচারিত আলেয়া ফেরদৌসীর উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- মৃত্যুক্ষুধা, বহুব্রীহি, কালস্রোত, তিন অধ্যায়, ওরা ছিলো ওধারে, খোলা দুয়ার।

সুভাষ দত্তের নির্দেশনায় নির্মিত ‘আমি ভালো আছি’নাটকটি ছিলো তার টিভি ক্যারিয়ারের শেষের দিকের একটি আলোচিত নাটক। এ নাটকে সতীর্থ রুবেলের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

টিভি নাটকে কম উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে আলেয়া ফেরদৌসী বলেন, “আসলে নিজের স্কুল, নাটকের দল এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ নিয়ে এতো বেশি ব্যস্ত যে, টিভি নাটকে কাজ করার সময় হয়ে ওঠে না। তবে খুব ভালো স্ক্রিপ্ট পেলে চেষ্টা করি সময় বের করতে।”

রেডিওতে এক সময় আলেয়া ফেরদৌসী এবং সৈয়দ আকবর হোসেন (শওকত আকবর) জুটির বেশ জনপ্রিয়তা ছিলো। এখন অনেকটা দৃষ্টির অন্তরালে চলে গেছেন এ গুণী শিল্পী।

আলেয়া ফেরদৌসী ১৯৮৩ সালে গড়ে তোলেন অঙ্কুর টিউটোরিয়াল নামের প্রি-ক্যাডেট স্কুল। এর বাইরে তার ‘ঘরে বাইরে’নামে একটি নাট্যগোষ্ঠী রয়েছে। এ পর্যন্ত নাট্যদলটির ১৪টি প্রযোজনা মঞ্চস্থ হয়েছে। ঘরে বাইরের প্রযোজনায় মঞ্চস্থ ‘হাসু’ নাটকটি ১৯৯৫ সালে শিশু একাডেমী প্রযোজিত অগ্রণীব্যাংক নাটক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায়।

বর্তমানে আলেয়া ফেরদৌসী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েসনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এবং শ্যুটিং ফেডারেশনের উপমহাসচিব।

বিনোদন